বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক অবরোধ করে প্রজ্ঞাপন পোড়ালেন শেবামেকের শিক্ষার্থীরা

বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেবামেকের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেবামেকের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শিক্ষক সংকট নিরসনে টানা চতুর্থ দিনের মতো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির চতুর্থ দিনে সড়ক অবরোধসহ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা চার শিক্ষক পদায়নের প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনের সড়ক অবরোধ এবং শেবামেক ক্যাম্পাসে প্রজ্ঞাপন পোড়ানোর কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজে ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৪৬টি পদে শিক্ষক রয়েছেন। ৫৬ শতাংশ শিক্ষকের পদ শূন্য। যার ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা; কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি মানা হয়নি।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের মধ্যে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর চারজন শিক্ষককে মেডিকেল কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে কোনো সিনিয়র বা অভিজ্ঞ শিক্ষক নেই। অথচ গত কয়েক মাসে এ মেডিকেল কলেজে থাকা অভিজ্ঞ শিক্ষকদের বিনা কারণে বদলি করে অন্যত্র পাঠিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, শিক্ষকদের পদায়নের বিষয়টি শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই প্রজ্ঞাপন শিক্ষার্থীদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। এ কারণেই শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনটি বর্জন করেছেন। পাশাপাশি প্রজ্ঞাপন পুড়িয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানান তিনি।

শেবামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ফায়জুল বাশার শিক্ষক সংকটের সত্যতা স্বীকার করে বলেন, গত চার দিন শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে না। তারা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে একাডেমিক ভবনের প্রধান দুটি গেটে তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে দিয়েছে। ফলে একাডেমিক, প্রশাসনিক এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, চারজন শিক্ষক পদায়নের প্রজ্ঞাপন বর্জন করেছে তারা। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের দাবির পাশাপাশি সংকট নিরসনে যথাসম্ভব চেষ্টা চলছে বলে জানান অধ্যক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X