ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র নির্মাণের টাকা ‘প্রধান শিক্ষকের পকেটে’

লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ঘাটাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা আক্তারের বিরুদ্ধে।

এ বিষয়ে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষে ১৯ জন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলামের কাছে লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন।

লিখিত অভিযোগপত্র এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের একটি ভোটকেন্দ্র। একতরফা দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগ থেকে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার জন্য বিদ্যালয়টিতে দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। প্রধান শিক্ষক মোরশেদা আক্তার সেই অর্থ ঘর নির্মাণে ব্যয় না করে আত্মসাৎ করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে একটি সমাপণীকেন্দ্র ঘর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিলে এলাকাবাসী অনুদান ও আর্থিক সহযোগিতা দিয়ে সে ঘরটি নির্মাণ করে দেয়। ভোটকেন্দ্র স্থাপনের জন্য বিদ্যালয়ে দুই লাখ টাকার বরাদ্দ এলে প্রধান শিক্ষক মোরশেদা আক্তার সেই টাকা ভোটকেন্দ্র নির্মাণ কাজে ব্যয় না করে এলাকাবাসীর অনুদানে নির্মিত ঘরটিকেই ভোটকেন্দ্র নির্মাণ হিসাবে দেখান। পরে সেই বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেন। এমনকি ঐ ভবনের পুরোনো টিনগুলো অন্যত্র সরিয়ে বিক্রি করে টাকাও আত্মসাৎ করেন বলে লিখিত অভিযোগে জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা চলে। ২০১৮ সালে যোগদানের পর থেকে প্রধান শিক্ষক এককবলে স্বেচ্ছাচারীভাবে বিদ্যালয়টি পরিচালনা করেন। এ বিষয়ে শিক্ষা অফিসারের কাছে এলাকাবাসী একাধিক লিখিত অভিযোগপত্র দাখিল করেছে।

লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষক মোরশেদা আক্তার ভোটকেন্দ্র নির্মাণের জন্য সরকারি বরাদ্দকৃত দুই লাখ টাকা আত্মসাৎ করেছেন। এমনকি স্থানীয় জনগণের অনুদান দেওয়া টিনগুলোও নিয়ে নিয়েছেন।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. শাহজাহান সিরাজ এবং জেসমিন আক্তার বলেন, ভোটকেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ আসা দুই লাখ টাকা প্রধান শিক্ষক মোরশেদা আক্তার কোথায়, কীভাবে ব্যয় করেছেন সে বিষয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিছুই জানি না। বিদ্যালয়ে সরকারি যেসব বরাদ্দ আসে সেগুলো তিনি সঠিকভাবে ব্যয় করেন না। জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসদাচরণ করেন। এ ছাড়াও তিনি প্রত্যয়নপত্র দেওয়ার নামেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেন।

লিখিত অভিযোগের বিষয়ে লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা আক্তারের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

১০

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১১

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

১২

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

১৩

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৪

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১৫

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১৬

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১৭

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৮

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১৯

ভোলায় সড়কে ঝরল ৩ প্রাণ

২০
X