বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার ‘মামলাবাণিজ্য’, অডিও ভাইরাল

স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগ। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগ। ছবি : সংগৃহীত

টাকা দিলেই মামলা থেকে আসামির নাম বাদ দিয়ে দেবেন স্বেচ্ছাসেবক দল নেতা। এ সংক্রান্ত একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। তবে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতা।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম ইসমাইল হোসেন সোহাগ। তিনি বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

কল রেকর্ডের অপরপ্রান্তে থাকা ব্যক্তির নাম রাফান জোমাদ্দার আকাশ। আকাশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগের সঙ্গে কথপোকথনের ভাইরাল হওয়া কল রেকর্ড তাদের বলে স্বীকার করেছেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকাশ ও স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগের ২ মিনিট ৪০ সেকেন্ডের ওই রেকর্ডে নির্দিষ্ট টাকার অঙ্ক নিয়ে কথা বলতে শোনা গেছে, তবে সেই টাকার অঙ্ক বলতে শোনা যায়নি। তবে টাকা দিলে নিষিদ্ধ সংগঠনের ওই নেতাকে জামিন ও মামলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসমাইল হোসেন সোহাগকে।

এ ছাড়াও ওই কল রেকর্ডে ১০ হাজার টাকা পাঠানোর কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের একটি নম্বর চাইলে সোহাগকে একটি নম্বর দিতে শোনা গেছে।

এ বিষয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশ মুঠোফোনে কালবেলাকে বলেন, ৫ আগস্টের পর বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ বাদী হয়ে একটি মামলা করেন। সোহাগ বিভিন্ন সময়ে আমার নম্বরে ফোন দিয়ে আমার নাম বাদ দিতে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। যদিও পরে টাকার অঙ্ক কমিয়েছেন। তাছাড়া আমি এই ভাঙচুরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

তবে ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করে সোহাগ কালবেলাকে বলেন, আমি ওই ছেলেকে চিনি না। তার সঙ্গে গত ৮ মাসেও কথা হয়নি। ওই অডিও রেকর্ড আমার না। আমি ওই ছেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরিসহ আদালতে মামলা করব।

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল কালবেলাকে বলেন, আডিও রেকর্ডটি আমিও শুনেছি। কেন্দ্রীয় প্রোগ্রামের জন্য ঢাকায় আছি। বরগুনায় এসে আডিও রেকর্ডটি যাচাই-বাছাই করে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ ব্যক্তি স্বার্থে দলের নাম ব্যবহার করে দলের বদনাম করে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বামনা থানা সূত্রে জানা গেছে, কলেজ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উল্লেখ করে গত বছরের ৭ অক্টোবর বরগুনা দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ মামলাটি করেন। মামলায় বামনা উপজেলা আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২০ কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারে না : ইএবি

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে : ইসি সচিব

বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

প্রকল্প সংস্কৃতি বিবিএসকে মূল কাজ থেকে বিচ্যুত করেছে: টাস্কফোর্সের প্রতিবেদন

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

অযত্নে নষ্ট অর্ধকোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

সুপেয় পানির সংকট মোকাবিলায় ট্যাংক বিতরণ

১০

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে : রাশেদ খান

১১

শিবালয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও জনসমাবেশ

১২

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন শহর, দূষণ ১৬ গুণ বেশি

১৩

‘শহীদ শামসুজ্জোহার চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই’

১৪

ফাঁদ পেতে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা

১৫

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ এ্যানির

১৬

শুঁটকি উপকারী না ক্ষতিকর? কী বলছেন পুষ্টিবিদ

১৭

ভারত / প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন

১৮

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজও

১৯

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা : রিজভী

২০
X