রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সব অর্জনের পেছনে রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বীদের অবদান : ধর্ম উপদেষ্টা

রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা
রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরের অভিযাত্রায় আমাদের যত অর্জন, সেই অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের ভূমিকা এবং অবদান রয়েছে। এখানে বিশেষ কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায় নয়, বরং এ দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং উন্নতির পেছনে সব ধর্মের মানুষের অবদান, ত্যাগ এবং তাদের কুরবানি রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, একটি বাগানে যদি বিভিন্ন বর্ণের ও সুবাসের ফুল না থাকে সেটা কোনো দিন বাগান নামে পরিচিত হতে পারে না। এ দেশে নানা ধরনের মানুষ বাস করবে। এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, প্যাগোডা থাকবে।

সবার সমান অধিকার রয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমি-আপনি ব্যবসা করতে পারি, বাণিজ্য করতে পারি, কথা বলতে পারি। তবে মাঝে মাঝে কিছু চক্র, আমাদের সম্প্রীতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা মাঝে মধ্যে সমস্যা তৈরি করে। আমাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে আমাদের শত বছর ধরে যে প্রীতির বন্ধন বিরাজ করছে, এটাকে কেউ যেন বিনষ্ট করে না দেয়। কোনো দুর্বৃত্ত যদি কোনো উপাসনালয় অপবিত্র করতে চায়, আমরা তাদের কঠোর হস্তে দমন করব।

ক্যাথেড্রাল চার্চের ভক্তদের সঙ্গে মিলিত হওয়াকে তার খুশির বিষয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আমি যখন কুয়াকাটা গিয়েছি, সাঁওতাল জনগোষ্ঠী, রাখাইন জনগোষ্ঠীর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি পূর্বে রাজশাহীর গোদাগাড়ীতে শ্রী শ্রী গৌরাঙ্গবাড়ি ভিজিট করেছি, দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমাদের যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষা করতে হবে। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করব, এটা আমাদের সাংবিধানিক অধিকার। ধর্মপালন, ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করার অধিকার আমাদের সাংবিধানিকভাবে স্বীকৃত।

আ ফ ম খালিদ আরও বলেন, এ দেশ আমাদের সবার, প্রত্যেকে এ দেশকে ভালোবাসব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শত্রু আমাদের এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আর আমরা হানাহানিতে লিপ্ত হলে, এক শ্রেণির মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে। আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করার যে পরিবেশ পূর্বেই তৈরি হয়ে আছে, আগামী দিনে তা আরও বেগবান হবে।

এ সময় ধর্ম উপদেষ্টা উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চের সেমেট্রি সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেখানকার বিদ্যালয়ের হতদরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অনুদান সহায়তার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজশাহী ক্যাথেড্রাল ধর্ম প্রদেশের ফাদার ফাবিয়ান মারান্ডী ভিকার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জন গোমেজ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিওসহ চার্চের ভক্ত-অনুসারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১০

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১১

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১২

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৩

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৪

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৫

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১৬

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

১৭

বর্ষার সাথে মাহির ও জোবায়েদের প্রেম ছিল : জবানবন্দিতে বর্ষার মামা

১৮

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

১৯

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

২০
X