কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের ভিসানীতি এ জাতির জন্য অপমানজনক। বিএনপি মনে করেছে, ভিসানীতি দিলেই শেখ হাসিনার পতন হয়ে যাবে।
রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘মুত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার কচু পাতার পানি নয় যে, টলমল ধাক্কা দিলেই পড়ে যাবে।’
আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
মন্তব্য করুন