শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়া-সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

আশুলিয়া-সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা
আশুলিয়া-সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ার দুর্গাপুরে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ৫ বছরের কন্যা শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছে। খবর পেয়ে আশপাশের বাসিন্দারা আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মন্ডলের মালিকানাধীন দ্বিতীয় তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (০৫)। জাহাঙ্গীর ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি. নামক একটি ওষুধ কারখানা ও তার স্ত্রী বিউটি পিকার্ড বাংলাদেশ লি. নামে একটি চামড়াজাত পণ্য কারখানায় চাকরি করেন।

সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

প্রতিবেশী হাবিবুর রহমান বলেন, সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণে তাদের ঘরের জ্বানালাও বেঁকে গিয়েছে। ৩ জনই দগ্ধ তাদের মধ্যে শিশুটিই বেশি দগ্ধ হয়েছে আমরা দেখেছি।

এছাড়াও সাভারের হেমায়েতপুরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নবাব আলীর মালিকানাধীন একতলা বাড়ির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাড়ির মালিক নওয়াব আলীর প্রথম স্ত্রী মোছা. আমেনা (৬০), তার মেয়ে মোছা. শিল্পী (৩৫), নাতি মো. জিসান (২০), মো. সজিব (৮), প্রতিবেশি মো. সোলায়মান (১৪), মোছা. হালিমা (৪২) এবং সুজাত মোল্লা (২৬)।

প্রতিবেশী জহিরুল ইসলাম বলেন, বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রীর মেয়ে তার বাসায় বেড়াতে আসে। সন্ধ্যার আগে তিনি মেয়েকে এগিয়ে দিতে ঘর তালাবদ্ধ করে বাইরে যান। এসময় বাড়িতে থাকা প্রথম স্ত্রী ও তার সন্তানরা কক্ষের ভেতর থেকে গ্যাসের গন্ধ পান। গ্যাস লিকেজ হয়েছে বুঝতে পেরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হাতুড়ির আঘাতে দরজার লোহায় সৃষ্ট স্পার্ক থেকে মুহূর্তে আগুন ধরে যায়।

এতে এক শিশু ও তিন নারীসহ সাতজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্না ঘরে গ্যাস লিকেজে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল, দগ্ধদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন অবস্থায় রয়েছেন। সম্প্রতি আশুলিয়ায় বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

১০

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

১২

সংরক্ষিত বনের গাছ বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

১৩

আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

১৪

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

১৫

প্রতিবন্ধী নারীর ভাতার টাকা যায় আ.লীগ নেতার পকেটে

১৬

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

১৭

আবারও পেছাল বিপিএল

১৮

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

১৯

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

২০
X