যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি মামলায় বীরমুক্তিযোদ্ধার কারাদণ্ড

জেলা ও দায়রা জজ আদালত, যশোর। ছবি : সংগৃহীত
জেলা ও দায়রা জজ আদালত, যশোর। ছবি : সংগৃহীত

যশোরে দুর্নীতি মামলায় মাগুরা মহম্মদপুর বাবুখালি আদর্শ কলেজের কর্মচারী (অব.) বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস হোসেনকে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদেণ্ডর আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) যশোর স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।

ইদ্রিস হোসেন মহম্মদপুরের হরিনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলশ বিপ্লব।

মামলার অভিযোগে জানা গেছে, ১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর মহম্মদপুর বাবুখালি আদর্শ কলেজে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। এই বিজ্ঞপ্তি অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস হোসেন বাবুখালি আফতাব উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পাশের একটি সনদপত্র দিয়ে আবেদন করেন। সনদপত্রে তার জন্ম সাল ছিল ১৯৬৮ সালের ২২ আগস্ট। তিনি নিয়োগ পাওয়ার পর ১৯৯৪ সালের ৫ নভেম্বর এপিওভুক্ত হন এবং নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেন। ২০১৭ সালের ১ মার্চ ইদ্রিস হোসেন কলেজ থেকে সেচ্ছায় অবসর গ্রহণ করেন। একই সঙ্গে ইদ্রিস আলী বীরমুক্তিযোদ্ধা হওয়ায় চাকরির সময় নিয়মিত ভাতা গ্রহণ করেছেন।

দুর্নীতি দমন কমিশন এমন অভিযোগ পাওয়ায় প্রাথমিক তদন্ত করে জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে ইদ্রিস হোসেন কলেজে যোগদান করে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ এবং একই সময় তিনি বীরমুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৯ জুন ইদ্রিস হোসেনকে আসামি করে মহম্মপুর থানায় দুর্নীতি দমন আইনে দুদক সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা করেন।

এমামলার তদন্তকালে জানা যায় ইদ্রিস হোসেন মুক্তিযোদ্ধা ভাতা ও দুর্নীতির মাধ্যমে কলেজে নিয়োগ নিয়ে ৮ লাখ ৭০ হাজার ৮৭৪ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতির সঙ্গে জাড়িত থাকায় দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ২০২০ সালের ২৭ ডিসেম্বর মাগুরা জেলা জজ আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য যশোর স্পেশাল জজ আদালতে বদলি করা হয়। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ইদ্রিস হোসেনে বিরুদ্ধে ৪২০ ও ৪৬৮ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত ইদ্রিস হোসেন কারাগারে আটক আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না : মিনু

এমআইসিএস জরিপ, বাল্যবিবাহ কমলেও কিশোরী মাতৃত্ব বাড়ছে

পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

যেভাবে ইয়ামালকে হারানোর ঝুঁকি সামলায় বার্সা

নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা কারও নেই : আমান

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিলে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

শেখ হাসিনার মামলার রায় / নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

১০

ইসির সংলাপে ইসলামিক ফ্রন্টের ৯ প্রস্তাবনা

১১

সুস্থ দাঁত পেতে কতটুকু মাজন প্রয়োজন? যা বলছেন চিকিৎসকরা

১২

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

১৩

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যে কথা হলো চসিক মেয়রের

১৪

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার শেখ হারুন

১৫

তিন ম্যাচে ২৬ গোল হজম করে বাংলাদেশের লজ্জার সমাপ্তি

১৬

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

১৭

অবশেষে শাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

১৮

মার্কিন এফ-৩৫ পেতে সৌদির ওপর ইসরায়েল নিয়ে কঠিন শর্ত

১৯

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

২০
X