মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত দিল বিএসএফ

বিএসএফ কর্তৃক কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া কয়েকজন। ছবি : সংগৃহীত
বিএসএফ কর্তৃক কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া কয়েকজন। ছবি : সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১টার সময় বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শিবাস হালদার (৫০) এবং তার ছেলে হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হরিশপুর গ্রামের সিরাজুল ইসলাম (২০), হরিশপুর গ্রামের আব্দুল্লাহ (২৭), নরেন্দ্রপুর গ্রামের কাজীব আলী (২৩), একই গ্রামের আক্কাস আলী (২৮), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর গ্রামের শাহিন আলী (২৭), পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিয়াপাড়া গ্রামের আজিল সিপাই (৪৫), কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ১৬ নম্বর ক্যাম্পের এইস-৩ ব্লকের বাসিন্দা রিয়াজসহ (২৪) ১৫ জন।

পুশব্যাক হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা গেছে, তাদের ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত বর্ডার দিয়ে বিএসএফ আনুমানিক রাত ১টার দিকে কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এক সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে।

তারা আরও জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে থাকার পর বুধবার রাতে বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরে সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে কোনোরকম আনুষ্ঠানিকতা ও আলোচনা ছাড়াই রাতের আঁধারে গোপনে ১৫ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আমরা পরে বিষয়টি জানতে পেরেছি। ফেরত আসা ব্যক্তিদের ছবি ও ভিডিও স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারণ করেছিলেন, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না কর্মকর্তা, রাজশাহী মাউশি কার্যালয়ে দুদক

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

১০

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

১১

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১২

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১৩

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১৪

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৫

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৬

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৭

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৮

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৯

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

২০
X