মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত দিল বিএসএফ

বিএসএফ কর্তৃক কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া কয়েকজন। ছবি : সংগৃহীত
বিএসএফ কর্তৃক কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া কয়েকজন। ছবি : সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১টার সময় বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শিবাস হালদার (৫০) এবং তার ছেলে হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হরিশপুর গ্রামের সিরাজুল ইসলাম (২০), হরিশপুর গ্রামের আব্দুল্লাহ (২৭), নরেন্দ্রপুর গ্রামের কাজীব আলী (২৩), একই গ্রামের আক্কাস আলী (২৮), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর গ্রামের শাহিন আলী (২৭), পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিয়াপাড়া গ্রামের আজিল সিপাই (৪৫), কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ১৬ নম্বর ক্যাম্পের এইস-৩ ব্লকের বাসিন্দা রিয়াজসহ (২৪) ১৫ জন।

পুশব্যাক হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা গেছে, তাদের ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত বর্ডার দিয়ে বিএসএফ আনুমানিক রাত ১টার দিকে কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এক সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে।

তারা আরও জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে থাকার পর বুধবার রাতে বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরে সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে কোনোরকম আনুষ্ঠানিকতা ও আলোচনা ছাড়াই রাতের আঁধারে গোপনে ১৫ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আমরা পরে বিষয়টি জানতে পেরেছি। ফেরত আসা ব্যক্তিদের ছবি ও ভিডিও স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারণ করেছিলেন, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

নুরকে তারেক রহমানের ফোন 

মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

জেলেদের সাগরে ফেলে মাছ নিয়ে গেল জলদস্যুরা

কোনো রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না : জিলানী

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে নতুন তথ্য

কেওক্রাডং খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে গম্ভীরের বিশেষ পরামর্শ

আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব শ্যামল

দেশ ত্যাগ করতে পারবেন না নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

১০

দুবাইয়ের কথা বলে দেশ ছেড়েছিলেন পাকিস্তানে সেনা অভিযানে নিহত তরুণ

১১

আবারও ১২ দিনের কর্মসূচিতে যাচ্ছে ৫টি দল

১২

ইসরায়েলের শীর্ষ গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান

১৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ অলরাউন্ডার

১৪

চীনের বিশেষ ভিসা চালু, যারা আবেদন করতে পারবেন

১৫

বিশ্ব নদী দিবস  / রাজশাহীতে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

১৬

চট্টগ্রামে যানজট নিরসনে মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু

১৭

‘ইতিহাসে আপনি যুগের পর যুগ কলঙ্কিত অধ‍্যায় হয়ে থাকবেন’

১৮

এইচএসসির ফল প্রকাশের সময় জানাল বোর্ড

১৯

মাঠ থেকে এবার বোর্ডরুমে এশিয়া কাপের নাটক

২০
X