বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি অস্বীকার করছি না যে অঘটন ঘটছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষি জমির পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এখন কৃষি জমি কমেছে জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদের একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ফসলের উৎপাদন বেশি হলে কৃষক মিনি কোল্ড স্টোরেজে ফসল রাখতে পারবে। এতে কৃষকের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো। শীতের সময় ফসল বেশি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমে যায়। ফলে কৃষকরা কম মূল্যে তাদের পণ্য বিক্রি করতে হয়। মিনি কোল্ড স্টোরেজের ফলে কৃষক তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে ন্যায্যদামে পরবর্তীতে বিক্রি করতে পারবে।

কৃষি উপদেষ্টা বলেন, দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে। বিভিন্ন ইটভাটা ও হাউজিং কোম্পানির মালিকরা কৃষিজমি কমে যাওয়ার পেছনে দায়ী। এজন্য আমরা কৃষিজমি সুরক্ষা আইন করতে যাচ্ছি। বিশেষ করে ইটভাটায় মাটি নেওয়ার কারণে ফসলের জমির টপসয়েল নষ্ট হয়ে যাচ্ছে। এটা যাতে হতে না পারে সেজন্য কৃষি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিচ্ছে।

সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার অবনতিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো দিকনির্দেশনা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি এখন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১০

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১১

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১২

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৪

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

১৫

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

১৬

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

১৭

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

১৮

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

২০
X