বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব চিপাবারইখালী গ্রামে ওই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন পূর্ব চিপাবারইখালী গ্রামে রুহুল জোমাদ্দারের ছেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর জোমাদার (১৭) ও ধানসাগর গ্রামের পান্না হাওলাদারের ছেলে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম হাওলাদার (১৫)।
রাত ৯টার দিকে আহত দুই ছাত্রকে তাদের স্বজনরা রাস্তার পাশ থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধুমপান করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ‘খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের খোঁজ নেওয়ার জন্য পুলিশের দুটি দল পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।’
মন্তব্য করুন