২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং সবার আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চন মায়ার বাড়ি এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া।
দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
এ ছাড়া তরুণ শিল্পোদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তাইবুর রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ প্রমুখ।
মন্তব্য করুন