নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজের রড চুরি, বিএনপির ৩ নেতাকর্মী বহিষ্কার

রড খুলে নেওয়া ব্রিজ। ছবি : সংগৃহীত
রড খুলে নেওয়া ব্রিজ। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির এক নেতা ও দুই কর্মীকে বহিষ্কার করেছে দলটি। এর আগে রাতের আঁধারে ব্রিজের রড খুলে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি।

বহিষ্কৃতরা হলেন— নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রধান করা হলো।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু কালবেলাকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও উপজেলা বিএনপির আবেদনে তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটা তারেক রহমানের নির্দেশ। বিএনপি জনগণের পাশে দাঁড়ানোর একটি রাজনৈতিক দল।

ব্রিজের রড খুলে নেওয়ার বিষয়ে স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদিয়া কারিমিয়া জামে মসজিদসংলগ্ন খালের একটি ব্রিজ থেকে রাতের আঁধারে বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের নেতৃত্বে তার সহযোগীরা রড খুলে নিয়ে যায়। দুদিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছে মানুষ। সোমবার রাতে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে ব্রিজটির রডগুলো নিয়ে গেছে। এ সময় কয়েকজনকে চেনা গেছে বাকিদের চেনা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহীন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দিয়েছি। এখানে একটি ব্রিজ বরাদ্দ হয়েছে, কিন্তু ব্রিজের কাজ শুরুর আগেই রাতের আঁধারে ব্রিজ খুলে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাত খেলেই কি আপনার ক্লান্ত লাগে আর ঘুম পায়? জানুন এটি কীসের ইঙ্গিত

উখিয়ায় বন্যহাতির মৃত্যু

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

হাসিনা-কামালের রায় নিয়ে যা জানাল হিউম্যান রাইটস ওয়াচ

একই গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

ঢাবির জসীম উদ্‌দীন হলের একই রুম থেকে বিসিএস ক্যাডার হলেন ইমতিয়াজ-জাকির 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

১১

শেখ হাসিনার মৃত্যুদণ্ড / এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে : শশী থারুর

১২

সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

১৩

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

১৪

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১৫

শীতে গরম পানি পান করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

১৬

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

১৭

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

১৮

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

১৯

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

২০
X