নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজের রড চুরি, বিএনপির ৩ নেতাকর্মী বহিষ্কার

রড খুলে নেওয়া ব্রিজ। ছবি : সংগৃহীত
রড খুলে নেওয়া ব্রিজ। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির এক নেতা ও দুই কর্মীকে বহিষ্কার করেছে দলটি। এর আগে রাতের আঁধারে ব্রিজের রড খুলে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি।

বহিষ্কৃতরা হলেন— নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রধান করা হলো।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু কালবেলাকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও উপজেলা বিএনপির আবেদনে তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটা তারেক রহমানের নির্দেশ। বিএনপি জনগণের পাশে দাঁড়ানোর একটি রাজনৈতিক দল।

ব্রিজের রড খুলে নেওয়ার বিষয়ে স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদিয়া কারিমিয়া জামে মসজিদসংলগ্ন খালের একটি ব্রিজ থেকে রাতের আঁধারে বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের নেতৃত্বে তার সহযোগীরা রড খুলে নিয়ে যায়। দুদিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছে মানুষ। সোমবার রাতে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে ব্রিজটির রডগুলো নিয়ে গেছে। এ সময় কয়েকজনকে চেনা গেছে বাকিদের চেনা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহীন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দিয়েছি। এখানে একটি ব্রিজ বরাদ্দ হয়েছে, কিন্তু ব্রিজের কাজ শুরুর আগেই রাতের আঁধারে ব্রিজ খুলে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১০

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১১

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১২

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৪

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৫

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৬

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৮

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৯

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

২০
X