চট্টগ্রামের সীতাকুণ্ডে নামাজের সিজদারত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম মো. রফিকুল ইসলাম (৪৭)।
সোমবার (২১ আগস্ট) সকালে ফজরের নামাজের সময় উপজেলার কুমিরা ইউনিয়নের এলাকায় অবস্থিত কর্ণফুলী স্টিল মিলে এ ঘটনা ঘটে। তিনি ওই কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
মো. রফিকুল ইসলাম কুমিরা ইউনিয়নের মৃত বশর ড্রাইভারের পুত্র।
কারখানা সূত্রে জানা যায়, নিহত শ্রমিক রফিকুল ইসলাম একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কারখানায় কাজ করতেন। সকালে কারখানার ইবাদত খানায় উপস্থিত ফজরের নামাজ পড়তে গেলে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে আর উঠেননি। পরে এবাদত খানায় উপস্থিত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী স্টিল মিলের কর্মকর্তা গৌতম কালবেলাকে বলেন, ঘটনার পরপরই এবাদত খানা থেকে রফিকুল ইসলামকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জসীমউদ্দীন কালবেলাকে বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের মৃত্যুর বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হই।
মন্তব্য করুন