কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কর্তিমারী বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি লুৎফর রহমান।
আটক সুরুজ্জামাল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। সুরুজ্জামাল নিজেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ পরিচয় দিতেন। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে এ পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি উপজেলায় নানা অপকর্মে নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে।
২০০৯ সালের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সুরুজ্জামালের ‘উত্থান’ শুরু হয়। রৌমারী উপজেলার বাসিন্দা আওয়ামী লীগের এই নেতা আজাহার মণ্ডল নামে এক নৌকার মাঝিকে অপহরণ ও গুম মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনের পরদিন তার নেতৃত্বে স্থানীয় বিএনপি সমর্থক আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর চালিয়ে দুটি গরু লুট করে ভূরিভোজ করা হয় বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতাসহ নানা অভিযোগ আছে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান কালবেলাকে বলেন, সুরুজ্জামালকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন