সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

পূর্ববিরোধের জেরে আশুলিয়ায় এক হিন্দু পরিবারের রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
পূর্ববিরোধের জেরে আশুলিয়ায় এক হিন্দু পরিবারের রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

জমির মালিকানা নিয়ে পূর্ববিরোধের জেরে সাভার উপজেলার আশুলিয়ায় এক হিন্দু পরিবারের রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সন্তোষ ভট্টাচার্য।

অভিযোগ সূত্রে জানা যায়, তিন মাস ধরে আশুলিয়া থানার ডগরতলি এলাকার মৃত আ. সবুর মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৬২), মো. মনির হোসেন (৬৫), মো. সানোয়ার হোসেন (৫৫), মো. সাইফুল ইসলামসহ (৫০) তাদের সহযোগীরা স্থানীয় সন্তোষ ভট্টাচার্যের দাদির নামে আশুলিয়া থানাধীন বাঁশবাড়ী মৌজায় ৩২ শতাংশ জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে। একাধিকবার তারা সন্তোষের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপও সৃষ্টি করেন। পরে এ ঘটনায় মো. জাহাঙ্গীরসহ অন্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়। পরে ক্ষিপ্ত হয়ে আসামিরা ৮ মার্চ রাত ১২টার দিকে সন্তোষের বসতবাড়ির কেচিগেটে তালা দিয়ে গেটের সামনে এবং রান্নাঘরের সামনে আগুন ধরিয়ে দেন। এ সময় সন্তোষের পরিবারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভায়।

এদিকে আগুন লাগার পর গতকাল শনিবার রাতেই ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীন।

মো. জসীম উদ্দীন কালবেলাকে বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি জানান ভুক্তভোগীরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করি। একটি তালা ও একখণ্ড জিআই তার উদ্ধার করে নিয়ে আসি। এ সময় আমি কোনো আগুন দেখতে পাইনি। তবে রান্নাঘরের একপাশের কর্নারে কিছু অংশ পোড়া ও কেচিগেটের সামনে কিছু খড় পোড়া দেখেছি।

রোববার (০৯ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্তোষ ভট্টাচার্যের বসতঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে নির্মিত রান্নাঘর। রান্নাঘরের উপরের চালার একটি কর্নারের একাংশের চাটাই (আনুমানিক এক ফিট) পুড়ে গেছে।

ভুক্তভোগী সন্তোষ ভট্টাচার্য বলেন, আমি সন্দেহ করছি আমার ঘরের সামনে যারা ঘর করেছে তারাই আমার রান্নাঘরে আগুন লাগিয়েছে। পুলিশের কাছে আমি কয়েকদিন পরপরই অভিযোগ করি কিন্তু কোনো কাজ হয় না। প্রশাসনের কাছে আমার দাবি আমরা যেন সেখানে নিরাপদভাবে বসবাস করতে পারি। আমাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ভুক্তভোগী সন্তোষ ভট্টাচার্যের পুত্রবধূ বর্ষা ভট্টাচার্য বলেন, আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ ঘুম থেকে জেগে দেখি বাহিরের রান্নাঘরে আগুন জ্বলছে। পরে কেচিগেট খুলতে গিয়ে দেখি গেটে তালা লাগানো। পরে আমরা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে তালা ভেঙে আমাদের বের করে এবং আগুন নেভায়।

রান্নাঘর লাগোয়া সন্তোষের প্রতিবেশী মাজেদা খাতুন বলেন, আমি অসুস্থ তাই সব সময় বাসায়ই থাকি। গত রাতে কোনো আগুন লাগার ঘটনা ঘটেছে কিংবা কোনো হৈ-হুল্লোড় হয়েছে আমি কিছুই শুনিনি। তবে পরে শুনেছি রাতে পুলিশ এসেছিল।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট এবং মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এর আগেও তারা নানাভাবে মিথ্যা অভিযোগ দিয়েছিল থানায়। এখন আবার আগুন দেওয়ার যে কথা বলা হচ্ছে সেটিও আমাকে ফাঁসানোর জন্য নতুন চক্রান্ত।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় রোববার দুপুরের পর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশী কোম্পানীকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১০

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১১

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১২

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৩

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১৪

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১৫

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনায় তদন্ত কমিটি

১৭

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

১৮

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

১৯

পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বই নিক্ষেপ, অতঃপর...

২০
X