চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২ টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রিতে স্বাবলম্বী আলম

আলম হোটেল চাঁদপুর
আলম হোটেল চাঁদপুর

নিত্যপণ্যসহ খাবারের দাম যেখানে হু-হু করে বাড়ছে, সেখানে চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী উত্তরের বাংলাবাজারে মাত্র ২ টাকা মূল্যেই শিঙাড়া, পেঁয়াজু, আলুপুরি, চপ, বেগুনি মিলছে আলম হোটেলে। আর তাই মতলব ছাড়াও আশপাশের মানুষ প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মুখরোচক এই খাবার খেতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় ও দোকান-সংশ্লিষ্টরা জানায়, শিঙাড়াসহ অন্যান্য খাবার বিক্রি করে স্টাফ খরচ, দোকান ভাড়াসহ যাবতীয় খরচ দিয়ে ৪-৫ হাজার টাকা দিনে আলম বাবুর্চির লাভ হয়। তা দিয়েই তিনি স্বাবলম্বী। আলম বাবুর্চি একসময় বিদেশে ছিলেন। পরে তার বাবা এ পেশায় থাকায় বাবার সূত্রে তিনি এ পেশায় এসেছেন। তার তৈরি এই পেঁয়াজু-শিঙাড়া রুচিসম্পন্ন হওয়ায় অনেক মানুষ এগুলো খেতে ভিড় জমানোয় স্থানীয় অন্যান্য রেস্তোরাঁও এখন ২ টাকা মূল্যের শিঙাড়া-পেঁয়াজু বিক্রির জন্য আগ্রহী হচ্ছে।

বিক্রেতাসহ হোটেলের কারিগররা বলেন, আমরা সবাই আলম মিয়ার কাছে স্বজন। এখানে বেচাকেনা সামাল দিতে হোটেলের কারিগরসহ সবকিছু আমরা নিজেরাই সামলাচ্ছি।

এদিকে দূর থেকে আসা ভোজনরসিকরা বলছেন, রোজকার গরম গরম এসব শিঙাড়া, পেঁয়াজু, পুরির সঙ্গে সঙ্গে বিটলবণ, পেঁয়াজ কুচি, টমেটো, শসা দিয়ে সালাদ দেওয়া হয়। মাত্র ২ টাকা মূল্যের খাবারের সঙ্গে এত কিছু দেওয়াতেই সবাই এর প্রতি আকৃষ্ট হয়ে দূর-দূরান্ত থেকে আলম হোটেলে ভিড় জমাচ্ছেন।

এ বিষয়ে আলম হোটেলের কর্ণধার মো. খোরশেদ আলম বলেন, পারিবারিকভাবেই পেশা হিসেবে বাবুর্চি পেশায় আসেন তিনি। পরে মতলবে গড়ে তোলেন আলম হোটেল। এখন দুই যুগেরও বেশি সময় তিনি তার হোটেলেই শ্রম দিয়ে অর্থনৈতিকভাবে সফল ব্যবসায়ী হয়েছেন। আর আয় ভালো হওয়ায় নিজের ছেলেকেও এই কাজেই সম্পৃক্ত করেছেন।

তিনি আরও বলেন, সততা ও একাগ্রতা থাকলে যে কোনো কাজেই সফলতা আসে। এমনটা আমার এই আলম হোটেলে প্রতিদিনকার গড়ে ২-৩ হাজার পিস শিঙাড়া বিক্রি দেখলেই বোঝা যায়। তাই এমন জমজমাট লাভজনক ব্যবসা দেখে এখন এলাকার অনেকেই ব্যতিক্রমী এই ২ টাকার শিঙাড়া, পেঁয়াজু বিক্রির ব্যবসা শুরু করতে আগ্রহী হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১০

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১১

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১২

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৩

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৫

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৬

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৭

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৮

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৯

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

২০
X