বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে : ইশরাক

সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা
সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আগামী নির্বাচন সহজভাবে নেওয়ার সুযোগ নেই। সেটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমাদের কর্ম দিয়ে জনগণের সমর্থন অর্জন করতে হবে।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি কঠিন হবে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর ছাত্রদের ওপর জনগণের প্রত্যাশা বেড়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণে গণঅভ্যুত্থান স্পিরিট বুকে ধারণ করে রাজনীতি পরিবর্তন ও সংস্কার করতে হবে।

শনিবার (১৫ মার্চ) সরকারি আজিজুল হক কলেজ মাঠে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার কর্মসূচি ঘোষণা দিয়েছে। ৩১ দফা কর্মসূচি বিএনপির এককভাবে নয়, ৬০টির অধিক রাজনৈতিক দলের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দেড় বছর পূর্বে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

তিনি আরও বলেন, এখন যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের কথা সর্বপ্রথম বিএনপি প্রস্তাব করেছে। একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর চাইতে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আর নেই।

বিএনপির এ নেতা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা মুখপাত্র ছিলেন, তারা নতুন দল গঠন করেছে, আমরা তাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাই। একটি পক্ষ বিভিন্নভাবে সরকারের ভেতর থেকে ষড়যন্ত্র করছে নির্বাচনকে পিছিয়ে দিতে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা সেটাকে স্থায়ী করা হোক, বাংলাদেশের নির্বাচন যেন আর কোনোদিনও লুট করতে না পারে, সেটার জন্য যা যা সংস্কার করার দরকার দ্রুত করতে হবে।

ইশরাক বলেন, খুনি হাসিনার বিচার আর কেউ করুক আর না করুক বিএনপি করবে। ছাত্র-জনতার আন্দোলনে শিশু থেকে নারী কেউ রক্ষা পায়নি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। দেশের মানুষ কোনদিনও এগুলো ভুলবে না। বহু ছাত্র ভাইদের গুম করা হয়েছে। এখন পর্যন্ত অনেক গুম হওয়া নেতাকর্মীর খোঁজ নেই। তাদের পরিবার এখনো জানে না তারা কোথায় আছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে হামলা / এটি কি ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ নাটক?

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

কৃষকের আধাপাকা ধান কেটে নিলেন যুবদল নেতা

পোপের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

সিন্ধু চুক্তি স্থগিত / জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর দায়িত্ব নিলেন বিএনপি নেতা

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২৪ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৪ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান?

১০

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে : এমরান সালেহ প্রিন্স

১১

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

১২

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-জামিল

১৩

জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

১৪

ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ / জালেমদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে : জামায়াত আমির

১৫

সরকারি হাসপাতালে / রোগ নির্ণয়ের জন্য ল্যাব ২৪ ঘণ্টা চালু রাখা উচিত

১৬

আন্দোলনের মুখে কুয়েটের ভিসি-প্রোভিসিকে সরানোর সিদ্ধান্ত

১৭

ধানমন্ডি লেক পরিষ্কারে যুবদল নেতাকর্মীরা

১৮

কাশ্মীরে পর্যটকদের রক্ষায় শহীদ মুসলিম যুবক

১৯

‘ধর্ম অবমাননা’ নিয়ে কোহিনুর কেমিক্যালের বক্তব্য

২০
X