কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আওরঙ্গজেব ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে অমর হয়ে আছেন’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার মাহফিলে বক্তব্য দেন মাওলানা জুনায়েদ আল হাবিব। ছবি : কালবেলা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার মাহফিলে বক্তব্য দেন মাওলানা জুনায়েদ আল হাবিব। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, ভারতের মহারাষ্ট্রে চির নিদ্রায় শায়িত আছেন ভারত উপমহাদেশের অন্যতম আল্লাহ ওয়ালা বাদশা আওরঙ্গজেব আলমগীর (রহ.)। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে ইতিহাসে অমর হয়ে আছেন। ফতোয়ায়ে আলমগিরি নামক বিশাল ফতোয়ার ভাণ্ডার সেই সময়ের আলোচিত আলেম মাওলানা নিজাম উদ্দিনের তত্ত্বাবধানে রচনা করে হানাফী মাযহাবের বিশাল খেদমত করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ আল হাবিব বলেন, মিডিয়ার মাধ্যমে জানলাম, তার সমাধি ভেঙে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেলিয়ে দেওয়া উগ্র সন্ত্রাসীরা। আমাদের স্পষ্ট বক্তব্য, যদি তার সমাধিতে ফুলের টোকাও দেওয়া হয় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানসহ প্রতিটি জায়গায় প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। যদি মোদি সরকার সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা ও তাদের স্মৃতিময় স্থাপনাগুলো সংরক্ষণের ব্যর্থ হয়, তাহলে ভারত ভেঙে খানখান হয়ে যাবে।

এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারাও বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের খান পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও বক্তব্য দেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসাইন কাসেমী, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, মুফতি জাবের কাসেমী, ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি রেদ‌ওয়ানুল বারী সিরাজী, মুফতি বশির আহমদ, মুফতি ইমরানুল বারী সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম লাল বাদশা, মুফতি আমজাদ হোসাইন আশরাফী, খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হাফেজ এমদাদুল্লাহ সিরাজী, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মুফতি ম‌ইনুল হক, গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবাইদুল্লাহ, যুব জমিয়ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমতিয়াজ আহমদ প্রমুখ।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে। রমজানের মূল উদ্দেশ্যই তাকওয়া অর্জন করা। তাকওয়ার অভাবে আজ সমাজে নানা অপকর্ম হচ্ছে। শিশু থেকে বৃদ্ধা ধর্ষিতা হচ্ছে। মাগুরার শিশু আছিয়ার ঘটনায় পুরো দেশ আজ লজ্জিত। ধর্ষকদের ইসলামি শরিয়া আইনে প্রকাশ্যে জনসমক্ষে বিচার করলে এ রকমের অপরাধ ও অপকর্ম করার কেউ সাহস পাবে না।

বক্তার আরও বলেন, আজ ঐতিহাসিক বদর দিবস। অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসুলের (সা.) নেতৃত্বে বদর প্রান্তে বাতিলের বিরুদ্ধে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। হক বাতিলের প্রথম লড়াই ছিল বদর যুদ্ধ। আল্লাহপাক বিজয় দান করেছিলেন। আমাদেরও বদরী চেতনায় উজ্জীবিত হয়ে রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১০

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১১

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৩

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৪

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

১৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

১৭

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

১৮

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

১৯

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

২০
X