চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় ওসি বদলি

ওসি নাজমুল হুদা। ছবি : কালবেলা
ওসি নাজমুল হুদা। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার একদিন পর থানার ওসি নাজমুল হুদাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) ওসি নাজমুল চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করবেন এবং নতুন ওসি হিসেবে হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম যোগদান করার কথা রয়েছে।

জানা যায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকা থেকে এনজিওর এক পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নারী কর্মীকে যৌন হয়রানি করা হয়। এ ঘটনায় ওসি নাজমুল হুদার উদাসিনতা ও দায়িত্বে অবহেলা প্রকাশ পায়। ভুক্তভোগী ও গ্রামবাসী চান্দিনা থানার ওসিকে ফোনে করে বিষয়টি জানালেও তিনি ঘটনাস্থলে যাননি।

পরে সেখানে এক পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি ওসি আমলে নিতে বাধ্য হলেও যৌন হয়রানির ঘটনায় মামলা নেননি। এ ছাড়া যৌন হয়রানিকারীদের বাঁচাতে এবং ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মারধরের ধারায় মামলা নেয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে মামলার বাদী ভুক্তভোগী তারেক রহমান জানান, সেদিন রাতে থানার কম্পিউটারে মামলার এজাহার লিখে আমাকে স্বাক্ষর করতে বলেন। তাতে কী লিখা ছিল আমার জানা নেই।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নজরে আনেন জেলা পুলিশ সুপার। ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার আদেশ দেন। হোমনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, চান্দিনা থানার ওসির বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বুধবার (১৯ মার্চ) আমরা আদেশের কপি পেয়েছি। বৃহস্পতিবার তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মোটরসাইকেলটিকে ১শ মিটার টেনে নিয়ে যায় ঘাতক বাস’

তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

সীমান্তে মর্টারশেলের শব্দ, আতঙ্কে এলাকাবাসী

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদ

নৌবাহিনী থামাল মিয়ানমারে সিমেন্ট পাচার

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফয়সালের জামিন বিতর্ক নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন ব্রাদার’

মানবপাচার মোকাবিলায় ভুক্তভোগী কেন্দ্রিক আইনজীবী গড়ে তোলার আহ্বান

১০

লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে বিজয় দিবসের আলোচনা সভা

১১

সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

১২

রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার শেখ আব্দুল্লাহর

১৪

হাদির বিষয়ে ড. ইউনূসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

১৫

অবশেষে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

১৬

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১৭

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

১৮

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

১৯

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

২০
X