কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ২৪ শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। ছবি : কালবেলা
শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর শ্রীপুর থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে। এ ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অনেককেই আসামি করা হয়েছে।

মানববন্ধনে শিক্ষকদের এই সংগঠনটির শ্রীপুর উপজেলা সভাপতি আব্দুল হান্নান সজল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষক সমাজও সহমর্মিতা দেখিয়েছে এবং বিভিন্নভাবে সহায়তা করেছে। এরপরও ৫ আগস্টের ঘটনায় শ্রীপুর থানায় দায়ের করা কয়েকটি মামলায় ২৪ জন শিক্ষককে হত্যা মামলার আসামি করা হয়েছে। যারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় কর্মরত আছেন।

তিনি বলেন, আমরা দাবি জানাই, যারা নিরপরাধ শিক্ষকদের মামলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সেইসঙ্গে শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক।

মানববন্ধনে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, আক্তার মাস্টারের বোন ফারজানা আক্তার আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন অনুপস্থিতসহ নানা অনিয়মের কারণে তাকে বরখাস্ত করা হয়। সে অভিযোগে আমার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় হত্যা মামলার আসামি করা হয়েছে।

মানববন্ধনে অন্যন্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষক নেতা সাহাবউদ্দিন বিএসসি, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১০

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১১

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১২

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৩

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৪

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৫

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৬

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৭

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১৮

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৯

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

২০
X