কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৪:৫১ এএম
অনলাইন সংস্করণ

কুমেকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ছবি : কালবেলা
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ছবি : কালবেলা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৪ জন সাংবাদিক।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্ররা এ হামলা করেন বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।

এর আগে রাত সাড়ে ৯টা থেকে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারী ও ইন্টার্ন চিকিৎসকদের দফায় দফায় হট্টগোল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতরা হলেন- যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী, ক্যামেরাপার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরাপার্সন ইরফান। তারা জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলাকারীরা সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ করে এবং ক্যামেরা ও মোবাইল কেড়ে নেয়। ঘটনার পর ইন্টার্ন চিকিৎসক ও বেশকিছু মেডিকেল ছাত্র হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহত সাংবাদিকদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার আগে এ খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিকরা জড়ো হয়ে কুমেক হাসপাতাল গেটে অবস্থান নেয়। রাত গভীর হলে তারা স্থান ত্যাগ করেন।

আহত যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী জানান, একজনের ইনজেকশন ভুলবশত অন্যজনকে দিয়ে দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে- এমন খবর পেয়ে আমরা কুমিল্লা মেডিকেলে ছুটে আসি। তখন সেনাসদস্যরাও আসে। পুলিশ আগ থেকেই ছিল। মৃত রোগীর ওয়ার্ডে যেতে আমি ও আমার ক্যামেরাপার্সন সিড়ি বেয়ে উপরে উঠছিলাম। তৃতীয় তলার সিড়িতে মৃতের স্বামীকে পেয়ে আমার মোবাইলে তার বক্তব্য রেকর্ড করছি এমন সময় ওপর থেকে উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক ও কুমেকের একদল ছাত্র আমার ওপর চড়াও হয়। এ সময় হাতে থাকা দুটি মোবাইল, মোবাইল স্ট্যান্ড ও মাইক্রোফোন নিয়ে নেয়। উপরে তাকিয়ে দেখি সিঁড়িতে তারা আমার ক্যামেরাপার্সনের সঙ্গে ধস্তাধস্তি করে তার ক্যামেরাও কেড়ে নেয়। তারপর তাকে স্ট্যাম্প দিয়ে পিটায়। এ সময় চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি ও তার ক্যামেরাপার্সনকেও মারধর করা হয়।

তিনি বলেন, তাদের অনেককেই চিনি। গত কয়েকদিন চিকিৎসকদের কর্মবিরতিসহ নিউজ করতে এসে তাদের অনেকের সঙ্গে দেখা হয়েছে। অনেকে পূর্ব পরিচিত। তারা ইন্টার্ন চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র। তাদের দু-একজন আমাকে বাঁচাতে সাহায্য করে। তাদের অধিকাংশই ছাত্রদলের।

তিনি আরও বলেন, হাসপাতালের অনিয়ম নিয়ে আমিসহ বেশ কয়েকজন সাংবাদিক গত কয়েক দিন ধরে বিভিন্ন টিভিতে সংবাদ প্রচার করে চলছে। এতে হাসপাতালের পরিচালক স্বাভাবিকভাবেই হয়তো তা মেনে নিতে পারছেন না। তার ইন্ধন থাকা অস্বাভাবিক নয়। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের ওপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছেন। তাদেরকে জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, আমরা এ নিয়ে জরুরি মিটিংয়ে বসেছি। আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

হাড় আর জোড়ার ব্যথা নিয়ে জানুন ফিজিওথেরাপিস্টের পরামর্শ

আয় বাড়াবেন কীভাবে

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী?

খেজুর দিয়ে বানানো বিশেষ এই খাবার সম্পর্কে কী জানেন?

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

মাথাব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন

নিজেই আক্রান্ত হাসপাতাল

১০

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

১১

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

১২

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

১৩

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

১৪

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

১৫

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

১৬

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

১৭

১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৮

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৯

১৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X