সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রকে পুড়িয়ে হত্যায় সাবেক এমপি হেনরী ও জয়ের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসিফ হোসেন নামে এক কলেজছাত্রকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী ও তানভীর শাকিল জয়সহ ৩৭৭ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) নিহত আসিফের মা আসমানী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলায় হেনরী ও জয়সহ ৭৭ জনের নাম উল্লেখ করে বাকি ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত আসিফ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

মামলার আসামিদের মধ্যে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে শহরের চৌরাস্তা মোড়ে যায় আসিফ। সেখানে আন্দোলনরত অবস্থায় বেলা ২টার দিকে ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তানভীর শাকিল জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এ সময় তারা কলেজছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

নিহত আসিফের মরদেহ শনাক্ত করতে না পেরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর গত ৪ মার্চ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অ. পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে নথিভুক্তের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

‘নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন’

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

১০

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

১১

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

১২

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

১৩

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

১৪

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

১৫

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

১৬

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

১৭

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

১৮

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

১৯

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

২০
X