বগুড়ায় আওয়ামী লীগ নেতার মাদক সেবন ও নারী নিয়ে নৃত্য করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মাদক সেবন ও নারী নিয়ে নৃত্য করা মহসীন আলম (৪৮) ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮টায় আওয়ামী ওই নেতার মাদক সেবন ও নারীর সঙ্গে নৃত্যের ভিডিওচিত্র গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
এর আগে সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে মজিবুর রহমান মজনুর সমর্থক, আল মাসুদ নামের একটি ফেসবুক আইডি থেকে শেয়ার করা ভিডিওচিত্রগুলো বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ওই ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
শোকের মাসে আওয়ামী লীগ নেতার এমন কর্মকাণ্ডে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সেইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের দাবিও করেছেন কেউ কেউ।
এদিকে ছবিগুলো শেয়ার করে তাকে মাদকসেবী দাবি করা হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও ও ছবির নিচে তার বিরুদ্ধে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। মন্তব্যে অনেকেই তাকে দল থেকে বহিষ্কার ও শাস্তি দাবি করেছেন।
অনেকের ধারণা, ধুনট শহরের একটি বাসা থেকে কেউ একজন স্মার্টফোনে কৌশলে ভিডিও দৃশ্য ধারণ করেছেন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাসার একটি কক্ষের কোনায় জানালার ধারে আওয়ামী লীগের ওই নেতা চাদর দিয়ে মুখ ঢেকে রাখতে চেষ্টা করছেন, কিন্তু তার সহযোগী ও নৃত্যশিল্পী তাকে টেনে নিয়ে নাচছিল। স্থানীয়রা জানান, অতিরিক্ত মদ খাওয়ার কারণে তার (আওয়ামী নেতার) আসল তথ্য প্রকাশ হয়েছে।
এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমাকে হেয়প্রতিপন্ন ও আমার সম্মান নষ্ট করতে অনেক পুরোনো, মানে এক বছর আগের একটি ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল করেছে। আসলে আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। এটা তেমন কিছু না। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।
এ প্রসঙ্গে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরনবী তারিক বলেন, শোকের মাসে ফেসবুকে ভাইরাল হওয়া ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার মাদক সেবন ও নারী নর্তকী নিয়ে ভিডিওচিত্র আমাদের দলের জন্য লজ্জাজনক। এ বিষয়ে দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন