পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কাল গেলেন শতাধিক গাড়ি নিয়ে, আজ ভ্যানে

শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর সারজিস আলম এবার নিজ এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। ছবি : কালবেলা
শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর সারজিস আলম এবার নিজ এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। ছবি : কালবেলা

শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর সারজিস আলম এবার নিজ এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি এবং ক্ষেতখামারে গিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া, লক্ষ্মীত্থানসহ বিভিন্ন এলাকায় যান তিনি। সারজিসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টে এ চিত্র উঠে এসেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চির প্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাঠ থেকে উঠে আসা কৃষকের আজকের দাবি :

কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি ১০ টাকা করে বিক্রি করে। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় গড়ে ২০ টাকা। অর্থাৎ এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করছে। সেই জায়গায় অন্তত কেজি প্রতি তারা যদি ২৫ টাকা পেত তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো।

মাঠে কৃষকের উৎপাদন খরচ এবং দেশব্যাপী গ্রাহকের কেনার সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে। কৃষক যদি তাদের দাম না পায় তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবে। পণ্য সংকট তৈরি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। সেই হিসেবে কৃষক অন্তত ২৫ টাকা দরে আলু বিক্রি করতে পারলে বাজারে খুচরা ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাবে। এই সামঞ্জস্য অতি জরুরি।’

এর আগে সোমবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আসেন সারজিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান।

দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সন্ধ্যায় আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়, ইফতার মাহফিলটি জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার আয়োজনে করা হয়েছে। তবে এনসিপির আটোয়ারী উপজেলায় এখনো কোনো কমিটি হয়নি বলে জানা গেছে।

রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সারজিস আলমের এ শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বাংলা এডিশন টিমের ওপর হামলা

শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া

বিছানার ওপর নামাজ পড়া কি শরিয়তসম্মত? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু ২ নভেম্বর

দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেঙ্গু কেড়ে নিল ছাত্রদল কর্মীর জীবন

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু

এস আলম গ্রুপের আরও ৪৬৯ একর জমি জব্দ

বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকালে ক‌ওমি পরিষদের শোক

বিএনপি-জামায়াতের ঐক‍্য যে ঠুনকো, তা ২৮ অক্টোবরে প্রমাণিত হয়েছে : মঞ্জু

১০

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদযাপন

১২

নির্বাচন কমিশনের কাছে জামায়াতের ১৮ সুপারিশ

১৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের নির্দেশ

১৪

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’

১৫

সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে খুবিতে নানা কর্মসূচি

১৬

লরির ধাক্কায় উল্টে গেল ট্রেনের ইঞ্জিন

১৭

জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় কী আছে

১৮

মোবাইলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

১৯

বিশ্ববাজারে লাফিয়ে কমছে স্বর্ণের দাম, জানা গেল কারণ

২০
X