আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা আত্মসাৎ আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার একটি চিত্র। ছবি : কালবেলা
জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার একটি চিত্র। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ক্যাশিয়ার মাসুদ রানার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করে নিজ গ্রামে জমি ও পুকুর কিনেছেন। প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা। ঘটনার পর থেকে ব্যাংক বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সোমবার (২৪ মার্চ) তাদের জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

তারা হলেন ইসলামী ব্যাংক আক্কেলপুর এজেন্ট শাখার মালিক মো. জাহিদুল ইসলাম (আঞ্জু), ব্যাংক ইনচার্জ রিওয়ানা ফারজানা সুমি ও ক্যাশিয়ার মাসুদ রানা।

অভিযুক্ত মাসুদ রানা এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বারবার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছামতো অঙ্ক বসিয়ে টাকা হাতিয়ে নিতেন। ওই হিসাবগুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে খুদেবার্তাও (মেসেজ) পাঠাতেন না। গ্রাহকরা খুদেবার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে তিনি জানান। পরে গ্রাহককে ভুয়া হিসাববিবরণী (স্টেটমেন্ট) বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন।

ভুক্তভোগী গ্রাহক উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়াল গাড়ি গ্রামের তোরাব শেখ বলেন, এই ব্যাংকে অনেকদিন থেকে লেনদেন করি। আমার ছেলে কুয়েত প্রবাসী। ছেলের পাঠানো টাকা আর আমার টাকা মিলে ৮ লাখ ২০ হাজার টাকা জমা করি। সেখান থেকে আমি ২০ হাজার টাকা তুলেছিলাম। জানতে পারি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। জয়পুরহাট শাখায় গিয়ে হিসাববিবরণী (স্টেটমেন্ট) তুললে দেখি মাত্র ১ হাজার ৫৩০ টাকা আমার অ্যাকাউন্টে আছে। আর কোনো টাকা নেই। ব্যাংকে এসে দেখি বন্ধ।

অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন, আমি ছয় মাস ধরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কৌশলে টাকা আমার নিজ অ্যাকাউন্টে নিয়ে আমার গ্রামের বাড়িতে জমি ও পুকুর কিনেছি। মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধীরে ধীরে টাকাগুলো পরিশোধ করে দেব।

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার প্রিন্সিপাল অফিসার মো. জহুরুল ইসলাম (সেলিম) বলেন, এ পর্যন্ত ৩৮টি অভিযোগ পেয়েছি। ইসলামী ব্যাংক আক্কেলপুর এজেন্ট আউটলেটে ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। গ্রাহকরা ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা অথবা নিকটস্থ শাখাগুলো থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, আটক তিনজনকে সোমবার জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না : রবিউল আলম

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

১০

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

১১

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

১২

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

১৩

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

১৪

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

১৫

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

১৬

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১৭

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১৮

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৯

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

২০
X