আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা আত্মসাৎ আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার একটি চিত্র। ছবি : কালবেলা
জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার একটি চিত্র। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ক্যাশিয়ার মাসুদ রানার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করে নিজ গ্রামে জমি ও পুকুর কিনেছেন। প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা। ঘটনার পর থেকে ব্যাংক বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সোমবার (২৪ মার্চ) তাদের জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

তারা হলেন ইসলামী ব্যাংক আক্কেলপুর এজেন্ট শাখার মালিক মো. জাহিদুল ইসলাম (আঞ্জু), ব্যাংক ইনচার্জ রিওয়ানা ফারজানা সুমি ও ক্যাশিয়ার মাসুদ রানা।

অভিযুক্ত মাসুদ রানা এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বারবার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছামতো অঙ্ক বসিয়ে টাকা হাতিয়ে নিতেন। ওই হিসাবগুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে খুদেবার্তাও (মেসেজ) পাঠাতেন না। গ্রাহকরা খুদেবার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে তিনি জানান। পরে গ্রাহককে ভুয়া হিসাববিবরণী (স্টেটমেন্ট) বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন।

ভুক্তভোগী গ্রাহক উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়াল গাড়ি গ্রামের তোরাব শেখ বলেন, এই ব্যাংকে অনেকদিন থেকে লেনদেন করি। আমার ছেলে কুয়েত প্রবাসী। ছেলের পাঠানো টাকা আর আমার টাকা মিলে ৮ লাখ ২০ হাজার টাকা জমা করি। সেখান থেকে আমি ২০ হাজার টাকা তুলেছিলাম। জানতে পারি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। জয়পুরহাট শাখায় গিয়ে হিসাববিবরণী (স্টেটমেন্ট) তুললে দেখি মাত্র ১ হাজার ৫৩০ টাকা আমার অ্যাকাউন্টে আছে। আর কোনো টাকা নেই। ব্যাংকে এসে দেখি বন্ধ।

অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন, আমি ছয় মাস ধরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কৌশলে টাকা আমার নিজ অ্যাকাউন্টে নিয়ে আমার গ্রামের বাড়িতে জমি ও পুকুর কিনেছি। মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধীরে ধীরে টাকাগুলো পরিশোধ করে দেব।

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার প্রিন্সিপাল অফিসার মো. জহুরুল ইসলাম (সেলিম) বলেন, এ পর্যন্ত ৩৮টি অভিযোগ পেয়েছি। ইসলামী ব্যাংক আক্কেলপুর এজেন্ট আউটলেটে ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। গ্রাহকরা ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা অথবা নিকটস্থ শাখাগুলো থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, আটক তিনজনকে সোমবার জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ভয়ংকর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ-রাশিয়া

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন আল্লাহ তায়ালা

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস 

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, আবেদন করবেন যেভাবে

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

১০

১৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু আজ

১২

আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে : মির্জা গালিব

১৩

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

১৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৫

দুই শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

১৬

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৭

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

২০
X