ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন চালু

নরসিংদী কমিউটার ট্রেন। ছবি : সংগৃহীত
নরসিংদী কমিউটার ট্রেন। ছবি : সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে চালু হলো নরসিংদী কমিউটার ট্রেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৬ যাত্রী নিয়ে ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি পথিমধ্যে ৯টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভৈরব ও নরসিংদী স্টেশনে যাত্রীর অধিক চাপ থাকার কারণে ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিল ভৈরব ও নরসিংদীর জনগণ। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে বাস্তবায়িত হয়নি দাবিগুলো। এ ট্রেনটি চালু হওয়ায় ভৈরব থেকে ঢাকাগামী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মাত্র ৪৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। এ ছাড়া নারীদের জন্য আলাদা একটি কোচ দেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রীরা। নরসিংদী কমিউটার ট্রেন প্রতিদিন চারবার যাতায়াত করবে বলে জানা গেছে।

ভৈরব থেকে কমিউটার ট্রেনের প্রথম যাত্রী দেলোয়ার হোসেন সোহেল বলেন, আমার বাড়ি নরসিংদী। আমি সেহেরি খেয়ে বাসে করে ভৈরব চলে এসেছি শুধু এ ট্রেনে যাব বলে। এ ট্রেনের ভাড়া কম। আমার সৌভাগ্য ট্রেনটির প্রথম যাত্রী হিসেবে টিকিট আমিই পেয়েছি।

আরেক যাত্রী রুহুল আমিন বলেন, নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি কমিউটার ট্রেনের জন্য। আজ সে স্বপ্ন পূরণ হলো। তবে ট্রেনটিতে নির্ধারিত আসন না থাকায় যাত্রীরা হতাশ। দেখা গেছে ভৈরব থেকে ট্রেনটি ছেড়ে যাবার পর নরসিংদীর আগে আরও কয়েকটি স্টেশন রয়েছে। ট্রেনে নির্ধারিত আসন ব্যবস্থা থাকলে যাত্রীরা বসতে পারত। এখন সে ব্যবস্থা নেই।

সহিদুর রহমান বলেন, বর্তমানে আমাদের দেশের কোনো ট্রেনেই মহিলা যাত্রীদের জন্য আলাদা কোচ বা বগি নেই। তবে এ ট্রেনে মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেওয়া হয়েছে। যাতে করে আমার দেশের যে সব কর্মজীবী নারী আছেন তারা তাদের কর্মস্থল অথবা বিশেষ প্রয়োজনে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, ভৈরব-নরসিংদী কমিউটার ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী সেবার মান বাড়াতে আজ থেকে চালু করেছে। এ ট্রেনটি আজ আমি নিয়ে যেতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। এ ট্রেনটি চালুর ফলে যাত্রীদের চাপ অনেকটা কমে আসবে।

বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক মো. শাহজাহান পাটোয়ারী বলেন, নরসিংদী ও ভৈরববাসীর দীর্ঘদিনের দাবির পরও কোচ ও জনবল সংকটের কারণে ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কমিউটার ট্রেনটি চালু হচ্ছে। এতে করে যাত্রীদের স্বল্প খরচে রেল ভ্রমণও রেলওয়ের রাজস্ব বাড়বে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফ বলেন, এ ট্রেনটি নিয়মিত চারবার আসা-যাওয়া করার কথা থাকলেও আজ ভৈরব থেকে ঢাকা পর্যন্ত দুবার আসা-যাওয়া করবে। কিছুদিনের মধ্যেই ট্রেনটি নিয়মিত চারবার আসা যাওয়া করবে বলে রেল কর্তৃপক্ষের চিন্তাভাবনা রয়েছে। ট্রেনটি ভৈরব থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। আজ সকালে গেছে, আবার রাতের বেলা চলে আসার পরদিন সকালে আবারও নিয়মিত সময়ে ছেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

১০

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

১১

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

১২

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

১৩

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

১৪

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

১৫

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১৬

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১৭

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১৮

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৯

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

২০
X