ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন চালু

নরসিংদী কমিউটার ট্রেন। ছবি : সংগৃহীত
নরসিংদী কমিউটার ট্রেন। ছবি : সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে চালু হলো নরসিংদী কমিউটার ট্রেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৬ যাত্রী নিয়ে ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি পথিমধ্যে ৯টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভৈরব ও নরসিংদী স্টেশনে যাত্রীর অধিক চাপ থাকার কারণে ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিল ভৈরব ও নরসিংদীর জনগণ। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে বাস্তবায়িত হয়নি দাবিগুলো। এ ট্রেনটি চালু হওয়ায় ভৈরব থেকে ঢাকাগামী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মাত্র ৪৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। এ ছাড়া নারীদের জন্য আলাদা একটি কোচ দেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রীরা। নরসিংদী কমিউটার ট্রেন প্রতিদিন চারবার যাতায়াত করবে বলে জানা গেছে।

ভৈরব থেকে কমিউটার ট্রেনের প্রথম যাত্রী দেলোয়ার হোসেন সোহেল বলেন, আমার বাড়ি নরসিংদী। আমি সেহেরি খেয়ে বাসে করে ভৈরব চলে এসেছি শুধু এ ট্রেনে যাব বলে। এ ট্রেনের ভাড়া কম। আমার সৌভাগ্য ট্রেনটির প্রথম যাত্রী হিসেবে টিকিট আমিই পেয়েছি।

আরেক যাত্রী রুহুল আমিন বলেন, নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি কমিউটার ট্রেনের জন্য। আজ সে স্বপ্ন পূরণ হলো। তবে ট্রেনটিতে নির্ধারিত আসন না থাকায় যাত্রীরা হতাশ। দেখা গেছে ভৈরব থেকে ট্রেনটি ছেড়ে যাবার পর নরসিংদীর আগে আরও কয়েকটি স্টেশন রয়েছে। ট্রেনে নির্ধারিত আসন ব্যবস্থা থাকলে যাত্রীরা বসতে পারত। এখন সে ব্যবস্থা নেই।

সহিদুর রহমান বলেন, বর্তমানে আমাদের দেশের কোনো ট্রেনেই মহিলা যাত্রীদের জন্য আলাদা কোচ বা বগি নেই। তবে এ ট্রেনে মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেওয়া হয়েছে। যাতে করে আমার দেশের যে সব কর্মজীবী নারী আছেন তারা তাদের কর্মস্থল অথবা বিশেষ প্রয়োজনে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, ভৈরব-নরসিংদী কমিউটার ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী সেবার মান বাড়াতে আজ থেকে চালু করেছে। এ ট্রেনটি আজ আমি নিয়ে যেতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। এ ট্রেনটি চালুর ফলে যাত্রীদের চাপ অনেকটা কমে আসবে।

বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক মো. শাহজাহান পাটোয়ারী বলেন, নরসিংদী ও ভৈরববাসীর দীর্ঘদিনের দাবির পরও কোচ ও জনবল সংকটের কারণে ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কমিউটার ট্রেনটি চালু হচ্ছে। এতে করে যাত্রীদের স্বল্প খরচে রেল ভ্রমণও রেলওয়ের রাজস্ব বাড়বে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফ বলেন, এ ট্রেনটি নিয়মিত চারবার আসা-যাওয়া করার কথা থাকলেও আজ ভৈরব থেকে ঢাকা পর্যন্ত দুবার আসা-যাওয়া করবে। কিছুদিনের মধ্যেই ট্রেনটি নিয়মিত চারবার আসা যাওয়া করবে বলে রেল কর্তৃপক্ষের চিন্তাভাবনা রয়েছে। ট্রেনটি ভৈরব থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। আজ সকালে গেছে, আবার রাতের বেলা চলে আসার পরদিন সকালে আবারও নিয়মিত সময়ে ছেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

তারেক রহমান দেশে ফিরলে কি এসএসএফ সুবিধা পাবেন?

ইউরোপীয় ক্রিকেটে বড় লাফ: ২০২৬ সালে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

মিনিস্ট্রি অডিটে ঘুষকাণ্ড / সরিয়ে দেওয়া হলো সেই দুই অডিট অফিসারকে 

হাসপাতালের বাথরুমে নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

অবশেষে অনশন ভাঙলেন সেই এনসিপি নেতা

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি

বাজারে আসছে আরেক নতুন নোট

জকসু নির্বাচন / আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির প্যানেলের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

১০

শাহরুখের মার্কশিট ভাইরাল, দেখে অবাক ভক্তরা

১১

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু

১২

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

১৩

‘খালেদা জিয়ার দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৪

বিপিএল নিলামে নিজের মূল্য নিয়ে যা বললেন লিটন

১৫

মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না : অধ্যাপক মুজিবুর রহমান

১৬

বাকৃবিতে আড়াই মাসেও হয়নি ‘কম্বাইন্ড ডিগ্রি’র কোর্স কারিকুলাম

১৭

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

১৮

ম্যাক্সওয়েলও কি বিদায় বলছেন আইপিএলকে?

১৯

বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষ, নিহত ১

২০
X