মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশি হয়রানির প্রতিবাদে কুমিল্লায় শ্রমিকদের ধর্মঘট

কুমিল্লার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল। ছবি : কালবেলা
কুমিল্লার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল। ছবি : কালবেলা

বিনা অপরাধে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ও মালিকরা।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে তারা।

সরেজমিনে দেখা যায়, কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা ও গোমতী, চট্টগ্রামগামী প্রান্তিক, হানিফ, বিআরটিসি, কুমিল্লাগামী বাস রয়েল সুপার, ফারজানা, সুগন্ধা, ফারহানা ট্রান্সপোর্টের কাউন্টারসহ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিক আল আমিন বলেন, আমরা শ্রমিক মানুষ, আমরা পরিশ্রম করে সংসার চালাই। মিথ্যা অভিযোগে আটককরা শ্রমিকদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের শ্রমিকদের কাজের ফেরার ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রয়েল সুপারের মালিক জহির খান বলেন, সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ির সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনা নিয়ে থানায় একটি অন্যায় ও অপ্রীতিকর ঘটনা ঘটে। এরই জের ধরে মুরাদনগর থানা পুলিশ বেশকিছু শ্রমিককে বিনা অপরাধে গ্রেপ্তার করে এবং শ্রমিকদের ওপর মামলা দিয়ে হয়রানি করছে এই প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট করছে। আমরা গাড়ির মালিক, কিন্তু গাড়িতো চালায় শ্রমিকরা। আমরা মালিকপক্ষ তাদের অনেক বুঝিয়েছি যে এখন ঈদের সময়, গাড়ি বন্ধ করলে মানুষের দুভোর্গ হবে। তবুও তারা তাদের ওপর পুলিশি হয়রানির প্রতিবাদে আজ বুধবার অর্ধবেলা ধর্মঘট করেছে।

কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাজি ইদ্রিস বলেন, সিএনজির সিরিয়াল নিয়ে করা একটি অন্যায়ের প্রতিবাদ করায় শ্রমিকদের ধরে নিয়ে যায় পুলিশ। আমরা থানায় যাওয়ার পর ওসির রুমের সামনে থেকে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আমাদের বিভিন্নভাবে গালাগাল ও হুমকি দিতে থাকে, আমরা এই ঘটনার প্রতিবাদ করেছি মাত্র। থানায় কোনো হামলা করা হয়নি। অথচ এই প্রতিবাদকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের ওপর দায়ের করা হয় ২টি মিথ্যা মামলা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোসররা আজও ফ্যাসিবাদী আচরণ করছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে আজ বুধবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ৬ঘন্টা ধর্মঘট চলছে। কোম্পানীগঞ্জ বাস স্টেশন থেকে সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। যদি অনতিবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহার করা না হয় তাহলে সমস্ত মুরাদনগর উপজেলা ও কুমিল্লা জেলাসহ আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, শ্রমিক ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধের খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১০

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১১

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১২

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৩

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৪

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৫

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৬

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৭

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

১৮

রাজশাহীতে ঐতিহাসিক ‘সান্তাল হুল’ দিবস উদযাপন

১৯

২৯৫ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করল চসিক

২০
X