নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ফেনীর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (২৩ আগস্ট) সকালে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ২০ নম্বর সেক্টরের প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মামুন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় স্ত্রীসহ বসবাস করতেন। নর্দান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন তিনি।
নিহতের স্বজনরা জানান, এ ঘটনায় নিহতের বাবা রূপগঞ্জ থানায় মামলা করেন। ঢাকায় জানাজা শেষে তার মরদেহ স্বজনরা ফেনী নিয়ে যান।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, দুপুরে পূর্বাচলের বাসিন্দারা একটি সড়কের পাশে ঝোপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানয়ীরা। পরে তারা পুলিশকে খবর দেয়। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার বলেন, মামুন মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুর ২টায় সর্বশেষ তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ ছিল। খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন।বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ আমাদের জানায়।
মন্তব্য করুন