কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:২৬ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

মাদকসেবনের সময় বন্ধুকে কুপিয়ে হত্যা

খুনের শিকার রুবেল। ছবি : কালবেলা
খুনের শিকার রুবেল। ছবি : কালবেলা

কুমিল্লা তিতাসে মাদকসেবনের সময় এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল বড় গাজীপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি বড় গাজীপুর বাস্তুহারা নামক একটি বস্তিতে বসবাস করতেন।

আটককৃতরা হলেন একই বস্তির বাসিন্দা থানার ডোম জয়নাল মিয়া (৫০) এবং তার ছেলে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী। খুনের শিকার হওয়া রুবেল ও ঘাতক সুন্দর আলী একসঙ্গে চলত। তারা দুজন মাদকাসক্ত। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৪০ বছর আগে গাজীপুর গ্রামের প্রয়াত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মশিউর রহমান বুলবুল একটি জায়গা দান করেন স্থানীয় বাস্তুহারা মানুষের থাকার জন্য। ওই জায়গার নাম দেওয়া হয় গাজীপুর বাস্তুহারা। পরে সেখানে ২০টি ভূমিহীন পরিবার বসবাস শুরু করেন। ৫ আগস্টের পর সেই বস্তিটি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। কিন্তু রুবেল তাদের প্রকাশ্যে বলে বেড়াতেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন এই বস্তি দখল করতে দেব না। স্থানীয় বাসিন্দাদের ধারণা, হয়তো এসব কারণেই জীবন দিতে হয়েছে রুবেলকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার জয়নালের ছেলে সুন্দর আলীর সঙ্গে রুবেলের বন্ধুত্ব ছিল। শুক্রবার সন্ধ্যায় সুন্দর আলী রুবেলকে খবর দিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। মাদকসেবনের একপর্যায়ে সুন্দর আলী কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রুবেলকে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থল থেকে একটি কুড়াল ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এক শিশু সুন্দর আলীর ঘরের মধ্যে রক্ত দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানালে তারা এসে দেখে রুবেলের নিথর রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, রুবেলের সঙ্গে সুন্দর আলীর বন্ধুত্ব ছিল বলে জানতে পেরেছি। কী কারণে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। আমরা সব মোটিভ বিশ্লেষণ করে তদন্ত চালাচ্ছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, নিহত রুবেলের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কতবার গণভোট হয়েছে, কেমন ছিল ফলাফল

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না জানালেন প্রেস সচিব

আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল

দাবি মিজানুর রহমানের / বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম!

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, কিস্তির গ্যাঁড়াকলে জেলেরা দিশেহারা

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশ

দরিয়া-ই-নূর যেভাবে বাংলাদেশে

১০

স্কুলে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মারামারি

১১

টাকা ছাড়া ফেরিতে গাড়ি উঠতে দেয় না বিআইডব্লিউটিসির লস্কররা!

১২

যে সাত ইসরায়েলি মুক্তি পেলেন

১৩

জুটি বাঁধছেন বিজয়-কীর্তি

১৪

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

১৫

বিপিএলে অংশ নিতে আয়োজকদের যে শর্ত দিল বরিশাল

১৬

সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

১৭

রাজধানীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

১৮

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

১৯

কেন ভালো মানের বিদেশি ক্রিকেটার পায় না বিপিএল, জানালেন ফারুক

২০
X