আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ডানায় গুলিবিদ্ধ সেই ঈগলটিকে বাঁচানো গেল না

ধানক্ষেত থেকে উদ্ধার করা ঈগল পাখি। ছবি : কালবেলা
ধানক্ষেত থেকে উদ্ধার করা ঈগল পাখি। ছবি : কালবেলা

ধানক্ষেত থেকে ডানায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা সেই ঈগল পাখিটি মারা গেছে। চিকিৎসার পর জিম্মায় নেওয়া মোশারফ হোসেনের বাড়িতে শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঈগল পাখিটি মারা যায়। প্রাণিসম্পদ দপ্তরের যোগাযোগ করে মৃত ঈগলটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এর আগে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাটের বদলগাছী উপজেলার কেশাইল সালুককুড়ি গ্রামের ধানক্ষেত থেকে ঈগল পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিজ জমির ধানক্ষেত পরিচর্যা করতে যায় ওই গ্রামের মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী। এ সময় তারা ধানক্ষেতের পাশে ঈগল পাখিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পাখিটির কাছে গিয়ে দেখতে পান দুই ডানায় গুলির ক্ষত। এ সময় তাৎক্ষণিকভাবে তারা পাখিটিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের গেটে নিয়ে যান। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় হাসপাতাল বন্ধ ছিল।

পরে প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন ঈগলটিকে চিকিৎসা দেন। চিকিৎসা শেষে দেখভাল করার জন্য ইগলটি আক্কেলপুর পৌরশহরের নিচা বাজার এলাকার মোশারফ হোসেনের জিম্মায় দেওয়া হয়। মোশারফ হোসেন তার বাসায় ঈগল পাখিটি নিয়ে যান। পরে শনিবার দুপুরে গুলিবিদ্ধ আহত ঈগল পাখিটি মারা যায়।

আক্কেলপুর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন বলেন, একটি ঈগল পাখি তারা আহত অবস্থায় নিয়ে আসেন। দুই ডানাতে দেখি ক্ষতের চিহ্ন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব যাতে পাখি শিকার বা মারা থেকে বিরত থাকে।

ঈগল পাখি জিম্মায় নেওয়া মোশারফ হোসেন বলেন, আমি রাতে কয়েক বার ঘুম থেকে উঠে ঈগলটিকে জীবিত দেখেছি। কিন্তু ঈগলটি দুপুরে মারা যায়। প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকের সঙ্গে কথা বলে মৃত ঈগলটিকে মাটি চাপা দিয়েছি।

অসুস্থ ইগলকে উদ্ধার করে চিকিৎসা করতে নিয়ে আসা দুই কিশোর মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানীর বাড়ি বদলগাছী উপজেলার খাদাইল ব্রাহ্মণপুকুর গ্রামে। তারা বলেন, ঈগলটি মারা যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি। ঈগলটিকে বাঁচবে বলে আশা করেছিলাম।

প্রসঙ্গত, শুক্রবার রাতে কালবেলা অনলাইনে ‘ধানক্ষেতে পড়েছিল ঈগল পাখি, ডানায় গুলির ক্ষত’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন আ.লীগ নেতা

ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান

ইরানকে অস্থিতিশীল করতে মাঠে নামছে মাস্ক

বান্দরবানে পর্যটকের মৃত্যু / ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে এক দেশের গাদ্দারি থামছেই না

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

‘ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন’

ক্ষেতলাল থানায় ১০ মাসে ৫ ওসির বদলি

১০

নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা : জাতীয়তাবাদী সমমনা জোট 

১১

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

১২

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি

১৩

ইসরায়েলের ফের হামলায় ইরানে ২০ শিশুসহ নিহত ৬০

১৪

কারিশমার প্রাক্তন স্বামী মৃত্যুর আগে কী লিখেছিলেন?  

১৫

মেয়ের মরদেহ বাড়িতে রেখে মামলা করতে ১২ ঘণ্টা ধরে থানায় বাবা

১৬

দর্শক খরায় ‘তাণ্ডব’, হাহাকার রুহুলের  

১৭

বিদেশ থেকে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় : জামায়াত

১৮

রেল‌সেতু‌র পিলারে ধাক্কা লেগে ডুবে গেল বাল্কহেড

১৯

অগ্নি দুর্ঘটনা রোধে যে সতর্কবার্তা দিল তিতাস

২০
X