কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৯ মাস পর শিশুর মাথার খুলি ও হাড় উদ্ধার

নিখোঁজ শিশু হালিমাতুছ সাদিয়া। ছবি : সংগৃহীত
নিখোঁজ শিশু হালিমাতুছ সাদিয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে নিখোঁজের ৯ মাস পর হালিমাতুছ সাদিয়া নামের এক শিশুর মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল ফারুক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবার জানায়, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মধ্যম ছিলোনিয়া গ্রামের দিঘির পানি শুকিয়ে যাওয়ায় কয়েক দিন ধরে বিভিন্ন খণ্ডিত অংশে মাছ ধরেন স্থানীয়রা। রোববার (১৩ এপ্রিল) বিকেলে দিঘির পূর্ব-দক্ষিণের একটি খাদে (গর্তে) মাছ ধরছিলেন ছিলোনিয়া গ্রামের কলিম উদ্দিন। মাছ ধরতে গিয়ে তিনি একটি বস্তু দেখতে পেয়ে শুকনো স্থানে ছুড়ে মারেন। পানি দিয়ে পরিষ্কার করার পর তিনি দেখেন এটি মাথার খুলি। তখন তিনি খাদে আবার খুঁজতে নামেন এবং চারটি হাড় খুঁজে পান।

খবর পেয়ে রোববার রাত ১০টায় লালমাই থানার ওসি মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় নিখোঁজ শিশু হালিমাতুছ সাদিয়ার বাবা আকতার হোসেন এবং মা আয়েশা ছিদ্দিকার উপস্থিতিতে লালমাই থানার এসআই আবদুল্লাহ আল ফারুক মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করেন।

নিখোঁজ শিশুর মা আয়েশা ছিদ্দিকা সাজু বলেন, গত বছরের ১৫ জুলাই বিকেলে আমার মেয়েকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। তখন আন্দোলনের কারণে পুলিশি কার্যক্রম প্রায় স্থগিত ছিল। মেয়েকে উদ্ধারে তখন পুলিশের কোনো সাহায্য পাইনি। থানায় শুধু একটি সাধারণ ডায়েরি করেছি। পরবর্তীতে আমি কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আমার প্রতিবেশী হারুনুর রশিদ ও নুরুন্নাহারের নাম উল্লেখ করে অপহরণের একটি মামলা করি। সেই মামলা তদন্তাধীন অবস্থায় পিবিআই, কুমিল্লার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হলে ১৩ এপ্রিল বিচারক লালমাই উপজেলার ভুশ্চি গ্রামের ইমাম হোসেনের স্ত্রী খাদিজা জাহান রিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আমার ভাশুরের পরিবার ও আমার বড় মেয়ের প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও মামলা চলমান। আমার শিশু মেয়ে কারও ক্ষতি করেনি। শুধু পারিবারিক দ্বন্দ্বের কারণে নিষ্পাপ শিশুটিকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। অপহরণের কয়েক মাস পরেও গ্রেপ্তার হওয়া খাদিজা আক্তারের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার বাসায় আমার নিখোঁজ মেয়েকে ওই বাসার মালিক দেখেছিল। খাদিজা তখন আমাদের বলেছিল, আমার বড় মেয়ে ফাতেমাকে পূর্বের স্বামীর ঘরে ফিরিয়ে দিলে ছোট মেয়ে হালিমাকে ফিরে পাওয়া যাবে। আমার কাছে সব কথার অডিও রেকর্ড সংরক্ষিত আছে।

পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্যাহ বলেন, শিশুটি নিখোঁজের খবর পেয়ে গত বছরের ১৫ জুলাই সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত লাকসামের ফায়ার সার্ভিসের কর্মীরা দিঘিসহ গ্রামের তিনটি পুকুরে সন্ধান করেন। তখন দিঘির পশ্চিম-দক্ষিণ পাড়ে শিশুটির পায়ের জুতা পাওয়া গিয়েছিল। দিঘিতে কচুরি পানা ভরপুর ছিল। আর এখন দিঘির পূর্ব-দক্ষিণ অংশের খাদে শিশুটির খুলি ও হাড় পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত করে সত্যটা বের করুক। প্রকৃত অপরাধীর ফাঁসি চাই।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, শিশু হালিমা নিখোঁজের ৯ মাস পর তার বাড়ির পূর্ব পাশের দিঘি থেকে একটি মাথার খুলি ও চারটি হাড় উদ্ধার করা হয়েছে। খুলিটি তার কিনা বিষয়টি নিশ্চিত হতে শিশুর মা অথবা বাবার ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল পাঠানো প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া অপহরণের ঘটনায় যেহেতু আদালতে মামলা চলমান ও তদন্তাধীন সেহেতু আমরা নতুন করে এখনই কোনো মামলা নেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাক্তনের পাশে বসে বর্তমান প্রেমিকার নামে পূজা

৫ আগস্টের পর থেকে অপুর সঙ্গে যোগাযোগ নেই : উপদেষ্টা আসিফ

কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা 

সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ২০০০ কোটি টাকার প্রশ্ন

গাজীপুরে এক বছরে বন্ধ ১০৬ কারখানা, অপরাধে জড়াচ্ছেন বেকার শ্রমিকরা

১০

সুপার কাপে নাটকীয় জয়ের পরও হতাশ পিএসজি কোচ

১১

ভারত যেন মুখোমুখি না হয় পাকিস্তানের—সাবেক পাক ক্রিকেটারের প্রার্থনা

১২

প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাশিয়া / উদ্যান রক্ষায় আন্দোলনে নেমেছেন স্থানীয়রা

১৪

হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান?

১৫

সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

দুদকের অভিযানের পরে নড়েচড়ে বসেছে সিলেটের প্রশাসন

১৭

‘অপুকে নির্যাতন করে উপদেষ্টার নাম বলানো হয়েছে’

১৮

হাসপাতালে হিরো আলম

১৯

‘আসছে পানি ভাসছে মানুষ’, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

২০
X