ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নবাব সৈয়দ নওয়াব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা
নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা

ব্রিটিশ ভারতের তৎকালীন মন্ত্রী, প্রখ্যাত সমাজ সংস্কারক, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, অবিভক্ত ময়মনসিংহ জেলার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ীর প্রখ্যাত জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় এ উপলক্ষে ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

স্থানীয় আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ, সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুল, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও ধনবাড়ী নওয়াব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজন করে।

ওই আলোচনা ও দোয়া অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোতাওয়াল্লি, নওয়াব আলী খোদাবক্স ধনবাড়ী ওয়াক্ফ এস্টেট।

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সা‌বেক বিভাগীয় প্রধান (ইং‌রে‌জি) ম‌নিরুল ইসলাম খানের সঞ্চালনায় ও নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ওই আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপ‌তি ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সা‌বেক অধ্যক্ষ এম আজিজুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য জা‌হিদুল ইসলাম মহব্বত, সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক একেএম হারুন উর র‌শিদ ও ধনবাড়ী নওয়াব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য জাহিদুল ইসলাম মিল্টন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর সম্পর্কে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, জমিদার, সমাজসেবক ও রাজনৈতিক নেতা নওয়াব আলী চৌধুরীর মৃত্যুদিবস আজ। তিনি ১৮৬৩ সালে মাতামহ ও নাটোরের জমিদার মুহম্মদ আলী খান চৌধুরীর বাড়িতে জম্মগ্রহণ করেন। তার পিতা জনাব আলী চৌধুরী ছিলেন টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার। তার মাতার নাম রাবেয়া খাতুন চৌধুরী।

বক্তারা জানান, নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় (১৯২১) উল্লেখযোগ্য অবদান রাখেন। লর্ড হার্ডিঞ্জ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার সময় থেকে ১৯২০ সালের ৩ মার্চ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়া পর্যন্ত দীর্ঘ ৯ বছর ধরে নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জানা যায়, সৈয়দ নওয়াব আলী চৌধুরী বাংলা ভাষা ও সাহিত্য এবং সাংবাদিকতার একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি সাপ্তাহিক মিহির ও সুধাকর পত্রিকার সম্পাদক ও মালিক ছিলেন।

ব্রিটিশ সরকার নওয়াব আলী চৌধুরীকে ১৯০৬ সালে ‘খান বাহাদুর’, ১৯১১ সালে ‘নওয়াব’, ১৯১৮ সালে ‘সিআইই’ এবং ১৯২৪ সালে ‘নওয়াব বাহাদুর’ উপাধি প্রদান করে।

সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১৯২৯ সালের ১৭ এপ্রিল দার্জিলিং শহরে ‘ইডেন ক্যাসল’ নামক তার নিজস্ব বাসভবনে ৬৬ বছর বয়সে মারা যান। দার্জিলিং থেকে তার মরদেহ ধনবাড়ী গ্রামে সমাধিস্থ করা হয়।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনায় করেন নবাব শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. ইদ্রিস হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত কিছু বলে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ

মেসিকে সম্মান জানিয়েই ক্যাম্প ন্যু উদ্বোধনের পরিকল্পনা বার্সার

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন, ‘বিমানে বোমা’

বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘AI & Security’ সেমিনার অনুষ্ঠিত

জোতার ‘২০’ নম্বর জার্সিকে অবসরে পাঠাচ্ছে লিভারপুল

প্রশাসনিক ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত : যুবদল সভাপতি

চুয়েট ছাত্রদলের খসড়া কমিটি, ৯ শিক্ষার্থীকে শোকজ

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ছয় মাসের জেল

যুবদল নেতা মাহাবুব হত্যা, পুলিশ হেফাজতে ভ্যানচালক 

প্রথমে আপনি যা দেখেছেন, তা প্রকাশ করে আপনার লুকানো মানসিক শক্তি

১০

প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ বাশির গ্রুপে চাকরি

১১

ডব্লিউএইচও থেকে পুতুলের ছুটি, প্রেস সচিবের স্ট্যাটাস 

১২

লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

১৩

‘আমরা এখন এতিম হয়ে গেছি, এখন কোথায় গিয়ে দাঁড়াব’

১৪

অজান্তেই শিশুর শরীরের নীরবে ক্ষতি করছে যে ৫ খাবার

১৫

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৬

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৭

নৌকায় ঘুরতে গিয়ে বড় বোন নিহত, ছোট বোন নিখোঁজ

১৮

রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায় : খায়রুল কবির 

১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে শ্রমিক নিহত

২০
X