চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে পালানো জলদস্যু রফিক গ্রেপ্তার

গ্রেপ্তার রফিক উল্লাহ (ক্র্যাচসহ)। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার রফিক উল্লাহ (ক্র্যাচসহ)। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালানো আসামি রফিক উল্লাহকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইন্যাখালী ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চমেক হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যায় রফিক। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রফিক ওই এলাকায় তার সৎ বোনের শ্বশুরবাড়িতে পালিয়ে ছিলেন। রফিকের বিরুদ্ধে মহেশখালী থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রফিক উল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মফিজুর রহমান মজু বলি। গত ১৬ মার্চ কোস্টগার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হন রফিক। ওইদিন গ্রেপ্তার হওয়ার আগে কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন রফিক। আহত অবস্থায় গ্রেপ্তার করে প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ২৩ মার্চ তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা রফিককে ১৬ এপ্রিল ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পাওয়ার পরপরই কৌশলে দায়িত্বে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনা জানাজানি হলে নগর পুলিশে তোলপাড় শুরু হয়। অভিযুক্ত দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেয় পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পালানোর পরদিন জলদস্যু রফিককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ১৬ এপ্রিল তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ২২৪ ধারায় পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ হবে ভাঙারি দোকানের কাগজের মতো :  রাশেদ প্রধান 

গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে যা বললেন আজহারি

জানা গেল গভীর নিম্নচাপটি কখন উপকূল অতিক্রম করতে পারে

আপনি কি সব সময় পা নাড়ান? ভয়াবহ রোগের ইঙ্গিত কি না জেনে নিন

প্রথম ওভারেই জোড়া আঘাত মারুফার, চাপে পাকিস্তান

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক

পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই : ব্যারিস্টার কাজল

বিএনপির নেতাকর্মীরা কোনো দিন রাজপথ ছাড়েনি : টুকু

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়  

গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা দেওয়ার আহ্বান জামায়াতের

১০

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকারে জেলেদের ‘গোপন’ প্রস্তুতি

১১

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

১২

তামিমের অভিযোগ ও বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন সাকিব

১৩

চালুর আগেই চুরি হচ্ছে ট্রমা সেন্টারের প্রয়োজনীয় জিনিসপত্র

১৪

কুকুর কামড়ানোর পর প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কী কী করবেন?

১৫

ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

১৬

এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

১৭

বিজয়া দশমীতে ছাত্রদল নেতা তারিকের ভিন্নধর্মী কর্মসূচি

১৮

নওগাঁয় মণ্ডপে মণ্ডপে ‘সিঁদুর খেলা’, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

১৯

টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

২০
X