ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫১ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি

জামায়াতে ইসলামীতে যোগ দেন বিএনপি নেতা আলী হোসেন। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামীতে যোগ দেন বিএনপি নেতা আলী হোসেন। ছবি : কালবেলা

জামায়াতে যোগ দেওয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এর আগে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জেলা কমিটির এক বিজ্ঞপ্তিতে তাকে সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ায় তাকে ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতির পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে আলী হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে তিনি জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুগত্য প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন ছাত্রদল ও যুবদলের মাধ্যমে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং চলতি কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। এক সময় তিনি জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বহিষ্কারের বিষয়ে মো. আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন কালবেলাকে বলেন, ‘আদর্শ পরিবর্তন করে ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া দলের শৃঙ্খলার পরিপন্থী। তাই কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাশ করার পরও মুখে গন্ধ? চিন্তার কিছু নেই, সমাধান আছে

বগুড়ায় মা-ছেলের মরদেহ উদ্ধার

জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৩

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

শুভ্র মেঘের দলে, কাশবনে এসেছে আশ্বিন

সকালে ঘুম থেকে উঠেই পায়ে ঝিঁঝি? জানুন কেন হয়

সেই নেত্রীকে এনসিপির সব দায়িত্ব থেকে অব্যাহতি

আজ নরসুন্দর দিবস

এনআইডির জন্য শেরপুরের বাসিন্দা হিসেবে রোহিঙ্গা যুবকের আবেদন 

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১০

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

১১

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

১২

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কিনশাসা, ঢাকার অবস্থান কত

১৩

হঠাৎ স্কুলে ‘মামা’ পরিচয়ে শিক্ষার্থীদের পেটালেন যুবক, আহত ১২ 

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক

১৬

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৭

১৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

১৬ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X