বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ এএম
অনলাইন সংস্করণ

‘সংস্কার ও বিচারের পর নির্বাচন চায় জামায়াত’

গণসংযোগকালে মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
গণসংযোগকালে মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সংস্কার এবং দুর্নীতি ও খুন-গুমের বিচারের পর নির্বাচন চায় জামায়াত।

দেশব্যাপী চলমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি পক্ষকে সামনে রেখে রোববার (২০ এপ্রিল) দিনভর সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে স্থানীয় শাখার নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। ওই সময় গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মতো দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র অব্যাহত আছে, ইউনূস সাহেবকে দ্রুত সরিয়ে দিতে চায় একটি আধিপত্যবাদী শক্তি। ইউনূস সাহেবকে সরিয়ে দিতে দেশীয় কয়েকটি রাজনৈতিক দলও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যেনতেন নির্বাচন চায়।’

তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘নির্বাচন দেওয়াই আপনার একমাত্র কাজ না। আপনার এক নাম্বার কাজ হলো রাষ্ট্র সংস্কার, এরপর দুর্নীতি ও খুন-গুমের বিচার করা- এগুলো করার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন না দিয়ে আপনি যাইতে পারবেন না। আপনাকে দেশেই থাকতে হবে।’

সেলিম উদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যেনতেন নির্বাচন আয়োজনের পক্ষে নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, স্বৈরশাসকদের বিচার প্রক্রিয়াসহ সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে।’ সে জন্য প্রয়োজনীয় সময় বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বিপ্লবোত্তর জামায়াতে ইসলামীর প্রতি মানুষের সমর্থন ও প্রত্যাশা জানতে গত ১১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী দাওয়াতি পক্ষ ও গণসংযোগ কর্মসূচি চলছে। আল্লাহর আইন বাদ দিয়ে ভাড়াটে আইন দিয়ে দেশ পরিচালনায় বিগত রাষ্ট্র শাসকগোষ্ঠী ব্যর্থ হয়েছে। তাদের চেষ্টায় কমতি না থাকলেও প্রক্রিয়া কিংবা পদ্ধতি ভুল ছিল। সে কারণে আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমে দেশকে পুনরায় গঠন করতে উদ্যোগ গ্রহণ করেছি।’

দলের নিবন্ধন ও প্রতীকের ফিরে পাওয়া এবং দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘খুব শীঘ্রই দেশবাসী সুখবর পাবেন। এজ আর্লি এজ পসিবল আমরা দলীয় নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাবার সাথে সাথে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলার আমির মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমির মোহাম্মদ জমির হোসাইন, উপজেলা নায়েবে আমির আবুল খয়ের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয়দের নিরাপত্তায় মোদির জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

কর্ণফুলীর তীরে নৌঘাট বানিয়ে তোলা হচ্ছে টোল, জানে না প্রশাসন

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির  সাফল্য

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

চ্যাম্পিয়নদের লড়াইয়ে জয়ী হয়নি কেউ

ক্রাউন সিমেন্ট পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চট্টগ্রামে মনোনয়ন নিলেন জাপার আনিসুল ইসলামসহ আরও ৩১ জন

৩২ দাবি সংবলিত স্মারকলিপি ২ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তর

১০

বিপিএল শুরুর আগেই বিদেশি সংকটে চট্টগ্রাম রয়্যালস

১১

বাংলাদেশ নিয়ে যা বললেন ইধিকা

১২

গণঅধিকারে যোগ দিয়ে বিএনপি নেতা পেলেন মনোনয়ন

১৩

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

১৪

টাকা আসছেই..., লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে জারা

১৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

১৬

রোহিঙ্গা সংকট : বাংলাদেশের ওপর বাড়তে থাকা দীর্ঘমেয়াদি চাপ

১৭

হাদি হত্যা: ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে

১৮

এনসিপি নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার সেই নারীর পরিচয়

১৯

জকসুতে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার ঘোষণা

২০
X