ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় এক বিএনপি নেতার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার ঢাকা-ফরিদপুর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯), সোলাইমান মাতুব্বরের ছেলে হাসিবুল (১৯), ঝন্টুর ছেলে আকাশ (১৯), দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন (১৯), গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), কোতয়ালি থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্যার ছেলে বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ (১৯)।

এদের মধ্যে, ফাহিম মাতব্বরের বাবা সালথা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি পদে রয়েছেন। তার চাচা লাবলু মাতুব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। রবিউল ইসলামের বাবা বিএনপির সমর্থক। এ ছাড়া বিমল কুমার সরকার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, সরকারের বিরুদ্ধে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা। এ সময় অনেকেই সেখানে জড়ো হন। তারা রেললাইনসহ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশ বিশেষ ক্ষমতা আইনে আটজনসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রথম মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের

‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

রজবের চাঁদ দেখা গেছে, জানা গেল শবে মিরাজের তারিখ

চিকুনগুনিয়াকে দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষকরা

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

চট্টগ্রামে পোস্টাল ভোটে ৪৭ হাজারের বেশি প্রবাসী

এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ওয়ালটন 

চার বলেই তিন উইকেট মোস্তাফিজের, দুবাই ক্যাপিটালসের নাটকীয় জয়

হাদিকে হত্যা : সেই ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফুলকপির কেজি দেড় টাকা

১০

এক সিদ্ধান্তেই যুক্তরাষ্ট্রে ফেরা নিয়ে ঝুঁকিতে ভারতীয়রা

১১

এশিয়াতেও আসছে নেশনস লিগ, বাড়বে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ

১২

স্কুল-কলেজ প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

১৩

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্টসের জয়

১৪

ঢাকা-১৮ / জাহাঙ্গীর হোসেনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

১৫

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত

১৭

খেলাপি ঋণের চাপে আক্রান্ত অর্থনীতি, ঘুরে দাঁড়ানোর উপায় কী?

১৮

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা, দিল্লিকে যে প্রশ্ন করল ঢাকা

১৯

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২০
X