ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ এএম
অনলাইন সংস্করণ

সরকারি চালসহ কৃষকদল নেতা ধরা, দল থেকে বহিষ্কার

সেলিম রেজা। ছবি : সংগৃহীত
সেলিম রেজা। ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে অষ্টমনিষা ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় সরকারি ৩০ বস্তা চালসহ আটক হলে তিনি চাল রেখে পালিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে যাচাই করে সেখানে সেলিম রেজার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল অষ্টমনিষা থেকে অটো ভ্যানে করে নিয়ে যাওয়ার পথে চাটমোহরের নতুন বাজার এলাকায় সাধারণ লোকজন তাকে চালসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়।

খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে হাজির হলে চাল রেখে ওই কৃষকদল নেতা পালিয়ে যায়। পরে ওই চাল সাধারণ জনতার কাছে বিক্রি করে সরকারি ফান্ডে টাকা জমা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ ঘটনার প্রেক্ষিতে জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপের সিধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার হয়।

ঘটনার বিষয়ে সেলিম রেজা জানান, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউলগুলো চাউল গ্রহীতা সাধারণ মানুষের থেকে তিনি ক্রয় করেছেন।

ঘটনার বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসির চৌধুরী বলেন, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালের স্থানীয় জনতা আটক করলেও গাড়ি চালক ছাড়া সেখানে চালের মালিককে পাওয়া যায় নি। তাই চালগুলি জনতার মধ্যে বিক্রয় করে সরকারি কোষাগারে টাকা জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে চাল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের আর কেউ জড়িত আছে কিনা তা জানতে সঠিক তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি’

‘কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক’

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন চূড়ান্ত একাদশ

বিয়ে করেছেন ‘দঙ্গল’-এর গীতা

আপনি কেমন মানুষ—এই ছবিই বলে দেবে অনেক কিছু!

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি

প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিযোগিতার রাজনীতি করুন : জুয়েল

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস 

শুকিয়ে যাওয়া নদীর বুকে হাজারো মানুষের হাহাকার

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন / মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা

১০

‘রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব’

১১

মোবাইলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখবেন যেভাবে

১২

সংসদ ভবনে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১

১৩

বাপ-দাদার নাম ভাঙিয়ে কেউ যেন মনোনয়ন না পায় : আশিক

১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১৫

রাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

১৬

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

১৭

ফ্রিজও হোক ঘরের সৌন্দর্যের অংশ

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

১৯

আড্ডায় শাহরুখ, সালমান ও আমিরের বন্ধুত্বের গল্প

২০
X