নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা
আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাগর হাসানকে (২৫) ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে তার স্বজনরা। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হাসান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পরে সকাল ১১টার দিকে ২০-৩০ জন নারী থানা ঘেরাও করে। তারা সবাই ছাত্রলীগ নেতা সাগরের আত্মীয় পরিচয় দেয়। এ সময় তারা ছাত্রলীগ নেতা সাগরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চান। এমনকি ছাত্রলীগ নেতাকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ নিয়ে তারা বিক্ষোভ করেন। এই খবর পেয়ে স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আসলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। আর ছাত্রলীগ নেতা সাগরের মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার পর তার পক্ষ হয়ে পরিকল্পিতভাবে ২০-৩০ জন নারী থানায় এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। তারা ওই ছাত্রলীগ নেতার স্বজন পরিচয় দিলেও তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। মূলত এই ঘটনায় নারীদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা।

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় ছাত্রলীগ নেতার মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

১০

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

১১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১২

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

১৩

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১৪

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১৫

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১৬

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১৭

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১৮

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৯

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

২০
X