নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা
আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাগর হাসানকে (২৫) ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে তার স্বজনরা। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হাসান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পরে সকাল ১১টার দিকে ২০-৩০ জন নারী থানা ঘেরাও করে। তারা সবাই ছাত্রলীগ নেতা সাগরের আত্মীয় পরিচয় দেয়। এ সময় তারা ছাত্রলীগ নেতা সাগরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চান। এমনকি ছাত্রলীগ নেতাকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ নিয়ে তারা বিক্ষোভ করেন। এই খবর পেয়ে স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আসলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। আর ছাত্রলীগ নেতা সাগরের মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার পর তার পক্ষ হয়ে পরিকল্পিতভাবে ২০-৩০ জন নারী থানায় এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। তারা ওই ছাত্রলীগ নেতার স্বজন পরিচয় দিলেও তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। মূলত এই ঘটনায় নারীদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা।

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় ছাত্রলীগ নেতার মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১০

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১১

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১২

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৩

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৪

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৫

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৬

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

১৭

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

১৮

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

১৯

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

২০
X