শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা
আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাগর হাসানকে (২৫) ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে তার স্বজনরা। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হাসান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পরে সকাল ১১টার দিকে ২০-৩০ জন নারী থানা ঘেরাও করে। তারা সবাই ছাত্রলীগ নেতা সাগরের আত্মীয় পরিচয় দেয়। এ সময় তারা ছাত্রলীগ নেতা সাগরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চান। এমনকি ছাত্রলীগ নেতাকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ নিয়ে তারা বিক্ষোভ করেন। এই খবর পেয়ে স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আসলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। আর ছাত্রলীগ নেতা সাগরের মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার পর তার পক্ষ হয়ে পরিকল্পিতভাবে ২০-৩০ জন নারী থানায় এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। তারা ওই ছাত্রলীগ নেতার স্বজন পরিচয় দিলেও তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। মূলত এই ঘটনায় নারীদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা।

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় ছাত্রলীগ নেতার মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে : সাকি

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ১

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

আঙ্গোলায় অদ্ভুত প্রীতি ম্যাচে গোল–অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

মোহাম্মদপুরে গোপন ককটেল কারখানার সন্ধান, যা পাওয়া গেল

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি মহাসচিব

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা : এবার প্রেমিকা শামীমা গ্রেপ্তার

১০

বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার কারণ জানা গেল

১২

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন : মোশারফ হোসেন

১৩

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

১৪

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

১৫

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

১৬

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

১৭

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

১৮

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

১৯

প্রেমিকাকে ভিডিও কলে রেখে পর্যটকের আত্মহত্যা

২০
X