নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা
আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাগর হাসানকে (২৫) ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে তার স্বজনরা। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হাসান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পরে সকাল ১১টার দিকে ২০-৩০ জন নারী থানা ঘেরাও করে। তারা সবাই ছাত্রলীগ নেতা সাগরের আত্মীয় পরিচয় দেয়। এ সময় তারা ছাত্রলীগ নেতা সাগরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চান। এমনকি ছাত্রলীগ নেতাকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ নিয়ে তারা বিক্ষোভ করেন। এই খবর পেয়ে স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আসলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। আর ছাত্রলীগ নেতা সাগরের মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার পর তার পক্ষ হয়ে পরিকল্পিতভাবে ২০-৩০ জন নারী থানায় এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। তারা ওই ছাত্রলীগ নেতার স্বজন পরিচয় দিলেও তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। মূলত এই ঘটনায় নারীদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা।

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় ছাত্রলীগ নেতার মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমেছে বলছেন ট্রাম্প, কিন্তু জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ মার্কিনিরা

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

শেখ হাসিনার যত ভুল

কন্যার নাম ‘কুর্দিস্তান’ রেখে ফিলিস্তিনি বাবার বার্তা

সেই দিন রায় ঘোষণার আগে যা বলেছিলেন দেলাওয়ার হোসেন সাঈদী

মনোমুগ্ধকর জয়া

ওসির সঙ্গে দেখা করতে বেরিয়ে নিরুদ্দেশ, ৩৩ বছর পর ফিরলেন মোবারক

রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই : ইইউ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১০

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

১১

রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

১২

ওএসবি চক্ষু হাসপাতালে কাজের সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

গাজায় নিরাপত্তা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করল জাতিসংঘ

১৪

সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর

১৫

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, আবেদন যেভাবে

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

১৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X