গোপালগঞ্জে বিভিন্ন স্লোগানে দুই মিনিটের বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। দুই মিনিটের মধ্যে মিছিলটি শেষ করে দ্রুত স্থান ত্যাগ করে নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এ মিছিলে অংশ নেয়।
মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; দিয়েছিতো রক্ত, আরও দিব রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দেয় তারা।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ মাজেদুর রহমান কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তারা ২ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে। তবে তাদের আটকে জন্য পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, তাদের আটকের জন্য পুলিশের ৩টি টিম মাঠে কাজ করছে।
মন্তব্য করুন