কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলীয় ৫০০ পরিবারে পাশে দাঁড়াল ‘দোস্ত এইড’  

ফুড প্যাকেট বিতরণকালে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র সদস্যরা। ছবি : সংগৃহীত
ফুড প্যাকেট বিতরণকালে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র সদস্যরা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি মাঠে আয়োজিত এ ফুড প্যাকেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। ‘দোস্ত এইডে’র ফিনান্স অ্যান্ড একাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘দোস্ত এইডে’র আইটি ম্যানেজার সম্রাট বাবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘দোস্ত এইডে’র মিডিয়া অফিসার সাজু আহমেদ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাবেদ পারভেজ আকাশসহ আরও অনেকে। স্বাগত বক্তব্য রাখেন ‘দোস্ত এইডে’র স্থানীয় প্রতিনিধি সাইদুল ইসলাম।

সম্প্রতি আকস্মিক বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার আনুলিয়া ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি, খাবার ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর জন্য ‘দোস্ত এইডে’র ফ্যামিলি ফুড প্যাকেট অত্র অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি ফুড প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ডাল, আলু, পেঁয়াজ, মশলাসহ নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ কেজি খাদ্য সামগ্রী। প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর প্রায় ২ মাসের খাদ্য চাহিদা পূরণ করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, উপকূলীয় এই অঞ্চলের মানুষেরা সবসময়ই প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন। সম্প্রতি বাঁধ ভেঙে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুঃসময়ে ‘দোস্ত এইডে’র এই উপহার অসহায় মানুষগুলোর জন্য আশীর্বাদ স্বরূপ। প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করবে। ফুড প্যাকেটগুলো শুধুমাত্র নামে মাত্র নয়, বরং টেকসই খাদ্য চাহিদা পূরণ করতে এগিয়ে নিবে।

প্রধান আলোচকের বক্তব্যে ‘দোস্ত এইডে’র আইটি ম্যানেজার সম্রাট বাবর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দোস্ত এইড দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকে। সাতক্ষীরাতেও বিভিন্ন সময়ে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের সমস্যাবলির আলোকে নতুন নতুন সাসটেইনেবল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ‘দোস্ত এইডে’র, ইতোমধ্যেই তা বাস্তবায়নও হচ্ছে। তিনি ফুড প্যাকেট প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য স্থানীয় ভলেন্টিয়ারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রায় ৫০ কেজি ওজনের সমৃদ্ধ ফুড প্যাকেট পেয়ে উপকারভোগীসহ সকলেই অত্যন্ত আনন্দিত। তারা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান ও সংস্থার সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, ‘দোস্ত এইডে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অজুখানা ও সাবমার্সিবল স্থাপন, স্বাবলম্বীকরণ, ভ্যান ও রিকশা বিতরণ, সেলাইমেশিন বিতরণ, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার বিতরণ, ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ, রমজান, কুরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সংস্থাটি দুই মিলিয়নের অধিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১০

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১১

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১২

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৩

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৪

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৫

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৬

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৭

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৮

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

১৯

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

২০
X