কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলীয় ৫০০ পরিবারে পাশে দাঁড়াল ‘দোস্ত এইড’  

ফুড প্যাকেট বিতরণকালে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র সদস্যরা। ছবি : সংগৃহীত
ফুড প্যাকেট বিতরণকালে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র সদস্যরা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি মাঠে আয়োজিত এ ফুড প্যাকেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। ‘দোস্ত এইডে’র ফিনান্স অ্যান্ড একাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘দোস্ত এইডে’র আইটি ম্যানেজার সম্রাট বাবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘দোস্ত এইডে’র মিডিয়া অফিসার সাজু আহমেদ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাবেদ পারভেজ আকাশসহ আরও অনেকে। স্বাগত বক্তব্য রাখেন ‘দোস্ত এইডে’র স্থানীয় প্রতিনিধি সাইদুল ইসলাম।

সম্প্রতি আকস্মিক বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার আনুলিয়া ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরবাড়ি, খাবার ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর জন্য ‘দোস্ত এইডে’র ফ্যামিলি ফুড প্যাকেট অত্র অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি ফুড প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ডাল, আলু, পেঁয়াজ, মশলাসহ নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ কেজি খাদ্য সামগ্রী। প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর প্রায় ২ মাসের খাদ্য চাহিদা পূরণ করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, উপকূলীয় এই অঞ্চলের মানুষেরা সবসময়ই প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন। সম্প্রতি বাঁধ ভেঙে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুঃসময়ে ‘দোস্ত এইডে’র এই উপহার অসহায় মানুষগুলোর জন্য আশীর্বাদ স্বরূপ। প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করবে। ফুড প্যাকেটগুলো শুধুমাত্র নামে মাত্র নয়, বরং টেকসই খাদ্য চাহিদা পূরণ করতে এগিয়ে নিবে।

প্রধান আলোচকের বক্তব্যে ‘দোস্ত এইডে’র আইটি ম্যানেজার সম্রাট বাবর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দোস্ত এইড দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকে। সাতক্ষীরাতেও বিভিন্ন সময়ে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের সমস্যাবলির আলোকে নতুন নতুন সাসটেইনেবল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ‘দোস্ত এইডে’র, ইতোমধ্যেই তা বাস্তবায়নও হচ্ছে। তিনি ফুড প্যাকেট প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য স্থানীয় ভলেন্টিয়ারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রায় ৫০ কেজি ওজনের সমৃদ্ধ ফুড প্যাকেট পেয়ে উপকারভোগীসহ সকলেই অত্যন্ত আনন্দিত। তারা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান ও সংস্থার সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, ‘দোস্ত এইডে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অজুখানা ও সাবমার্সিবল স্থাপন, স্বাবলম্বীকরণ, ভ্যান ও রিকশা বিতরণ, সেলাইমেশিন বিতরণ, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার বিতরণ, ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ, রমজান, কুরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সংস্থাটি দুই মিলিয়নের অধিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X