নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝ নদীতে ৩৫ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় মোহাম্মদ শাহজাহান নিখোঁজ হন। তিনি তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
কোস্টগার্ডের দক্ষিণ জোন বিসিজি স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) মরদেহ উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ট্রলার ডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নামে কোস্টগার্ড। রাতের অন্ধকারে বিরতি দিয়ে শনিবার ভোর থেকে আবারও অভিযান চালানো হয়। পরে আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ৩৫ যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। তিনি কৃষি শ্রমিকের কাজ করতেন।
মন্তব্য করুন