সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপির কালো পতাকা মিছিলে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিলানী নামের এক যুবককে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিলানী নামের এক যুবককে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

সিলেটে সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে নেতাকর্মীরা।

শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরের রেজিস্টারি মাঠ থেকে সুরমা পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে মিছিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিলানী নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।

জিলানী সুনামগঞ্জের দিরাই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। পরে বিএনপির মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। কোর্ট পয়েন্টে মিছিলটি পথসভায় মিলিত হয়।

ককটেল বিস্ফোরেণের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি বলেন, বিএনপির মিছিলে এক টোকাই পটকা ফুটিয়ে ছিল। বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ধরে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনা তদন্ত করে দেখার দাবি জানান।

জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে শনিবার কালো পতাকা গণমিছিল আয়োজন করে সিলেট মহানগর বিএনপি। নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিল বের করে। এই মিছিলে অংশ নিতে নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট জেলা যুবদলের একটি মিছিল নাগরি চত্বর হয়ে রেজিস্টারি মাঠ অভিমুখে আসার সময় নাগরি চত্বরের সামনে হঠাৎ করেই প্রচণ্ড শব্দে একটি আওয়াজ আসে। মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে দেখা যায়। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যুবদলের নেতাকর্মীরা পটকা ফুটানোর অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দেন। তাকে তাৎক্ষণিক আটক করে থানায় পাঠায় পুলিশ সদস্যরা।

কোতোয়ালি থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, মিছিল থেকে পটকাসহ জিলানি নামে একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর বাংলাদেশে চাঁদাবাজি মাদক সন্ত্রাস থাকবে না : নজরুল ইসলাম আজাদ

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

সামিতকে বেঞ্চে রেখেই ক্যাবরেরার একাদশ

যে ৮ ধরনের মানুষের জন্য কফি খাওয়া বিপদজনক

নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক : প্রেস সচিব

বজ্রপাত প্রতিরোধে ২০০ তালের চারা রোপণ করল পুলিশ 

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা

আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

১০

শান্তি রক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ

১১

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

১২

পরকীয়া সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা

১৩

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৪

দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল

১৫

টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ ও জীবনরক্ষাকারী : সিভিল সার্জন

১৬

স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস

১৭

সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা

১৮

যে সমীকরণ মিললে তিন ম্যাচ হেরেও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

১৯

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

২০
X