চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় মো. রফিকুল ইসলাম (৫৩) নামে এক কাভার্ডভ্যান চালককের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। রায়ের সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন কেরানীগঞ্জের মো. আব্দুর রহমান (৫৫), রাজধানীর পল্লবীর রবিউল ইসলাম রাব্বি (৩২) এবং কক্সবাজারের রামুর জামাল উদ্দিন (৪১)।

দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর পূর্ব বাইশটেকি হাজি আলী হোসেন সড়কের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বিচার চলাকালে মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) একটি দল কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মমতাজ হোটেলের সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামায়। পরে চালক মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার জেলার রামু থেকে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রাম এসেছেন। পরে চালকের আসন ও পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।

পরে এ ঘটনায় ৭ মার্চ ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বাদী হয়ে রফিকুলসহ পলাতক জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে এজাহারনামীয় আসামি করে মাদক মামলায় একটি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

তেঁতুলিয়ায় তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

ক্ষমা চাইল বিবিসি, মানহানির অভিযোগ প্রত্যাখ্যান

পুলিশ দেখে দৌড়, আটকের পর জানা গেল তিনি যুবলীগ নেতা

রোনালদোর লাল কার্ডে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

১৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

এসএসসি পাসেই নেয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

নিয়োগ দিচ্ছে আড়ং, দ্রুত আবেদন করুন

১০

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

১৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে : রাশেদ প্রধান

১৩

শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

১৪

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

১৫

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির’

১৬

হাটহাজারীতে তিন দিনে ৪ মরদেহ উদ্ধার

১৭

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ ধর্ষককে ধরে পুলিশে দিল জনতা 

১৮

যে কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটে সমস্যা দেখছেন না মির্জা গালিব

১৯

বিচারকের ছেলেকে হত্যা / এক সপ্তাহ আগে জিডিতে বিচারকের স্ত্রী যে অভিযোগ করেছিলেন

২০
X