চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় মো. রফিকুল ইসলাম (৫৩) নামে এক কাভার্ডভ্যান চালককের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। রায়ের সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন কেরানীগঞ্জের মো. আব্দুর রহমান (৫৫), রাজধানীর পল্লবীর রবিউল ইসলাম রাব্বি (৩২) এবং কক্সবাজারের রামুর জামাল উদ্দিন (৪১)।

দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর পূর্ব বাইশটেকি হাজি আলী হোসেন সড়কের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বিচার চলাকালে মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) একটি দল কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মমতাজ হোটেলের সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামায়। পরে চালক মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার জেলার রামু থেকে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রাম এসেছেন। পরে চালকের আসন ও পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।

পরে এ ঘটনায় ৭ মার্চ ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বাদী হয়ে রফিকুলসহ পলাতক জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে এজাহারনামীয় আসামি করে মাদক মামলায় একটি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মরদেহ জন্মভূমিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী 

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

অস্ত্র–গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম আটক

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

নরসিংদীতে ‘আনোয়ারা সুলতানা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

হান্নান মাসউদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

৭ দিন বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে যে এলাকায়

শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

১০

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

১১

চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৯

১২

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

১৩

পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিহতের আহ্বান

১৪

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

১৫

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

১৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

১৭

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হালিশহর থানার লুটের পিস্তল

১৮

ঘেরের জমি নিয়ে বিরোধে খুন হন সাংবাদিক মিলন, ধারণা পুলিশের

১৯

কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

২০
X