চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় মো. রফিকুল ইসলাম (৫৩) নামে এক কাভার্ডভ্যান চালককের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। রায়ের সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন কেরানীগঞ্জের মো. আব্দুর রহমান (৫৫), রাজধানীর পল্লবীর রবিউল ইসলাম রাব্বি (৩২) এবং কক্সবাজারের রামুর জামাল উদ্দিন (৪১)।

দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর পূর্ব বাইশটেকি হাজি আলী হোসেন সড়কের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বিচার চলাকালে মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) একটি দল কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মমতাজ হোটেলের সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামায়। পরে চালক মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার জেলার রামু থেকে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রাম এসেছেন। পরে চালকের আসন ও পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।

পরে এ ঘটনায় ৭ মার্চ ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বাদী হয়ে রফিকুলসহ পলাতক জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে এজাহারনামীয় আসামি করে মাদক মামলায় একটি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১১

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১২

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

১৩

শিক্ষকদের কৌশলে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীদের

১৪

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

১৫

টেবিলে দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

১৬

২০২৬ বিশ্বকাপে ভিএআর নিয়ে বড় পরিবর্তনের পথে ফিফা

১৭

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : উপাচার্য

১৮

সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের অস্বীকার

১৯

দেশে স্বর্ণের দাম কমলো

২০
X