কুমিল্লার বরুড়ায় চুরির অভিযোগে হান্নান নামের এক যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য জহিরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগে সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে চৌত্তা পুকুরিয়া জনতা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ওই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি দোকানের সামনে এক যুবককে একটি গাছের সঙ্গে উল্টো করে রশি দিয়ে বাঁধা হয়েছে। এরপর লাঠি দিয়ে আঘাত করছে ভাউকসার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম।
এ বিষয়ে হান্নানের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, জহির মেম্বার আমাকে কল দিয়ে বলেছেন, হান্নান ব্যাটারি চুরি করেছে, তাকে আটক করা হয়েছে। আমরা যেন ঘটনাস্থলে যাই। আমি বলেছি, যদি আমার ভাই অভিযুক্ত হয় তাহলে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু তারা নির্যাতন করেছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জহির বলেন, আসলে এটা ঠিক হয়নি। এলাকাবাসীর ক্ষোভ নিবারণে এ কাজ করেছি।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনা জানার পর সন্ধ্যায় ইউপি সদস্য জহিরকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন