চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয় পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে তাদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি তারা। মুহূর্তেই ঘরের সবকিছু জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মোল্লা বাড়িতে ঘরের বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বাড়িতে থাকা ছয়টি টিনশেডের ঘর মুহূর্তেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের ধারণামতে প্রখর রোদের কারণে টিনশেডের ঘরগুলো উত্তপ্ত হয়েছিল। যার কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিকে তা ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ কিছুই রক্ষা করতে পারেনি পরিবারের লোকজন। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় যুবক সালাউদ্দিন বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। ছয়টি ঘর একসঙ্গে হওয়ায় নিমিষেই আগুন সবগুলো ঘরে ছড়িয়ে যায়। আগুনের এত তাপ যে কেউ কাছে যেতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা কালবেলাকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। উত্তপ্ত রোদের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা যায়নি। আগুনের সূত্রপাত হয় একটি ঘরের বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে।
মন্তব্য করুন