শেরপুরের নালিতাবাড়িতে দাওধারা কাটাবাড়ি পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়া এক বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে হাতিটিকে চিকিৎসা দেওয়ার সময় ভিডিও করে স্থানীয় কিছু শিক্ষার্থী। এতেই প্রাণিপ্রেমীদের প্রশংসায় ভাসছেন বন বিভাগ।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলার গারো পাহাড়ি এলাকায় শতাধিক বন্য হাতি কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ঘোরাঘুরি করছিল। এসব বন্য হাতি খাদ্যের সন্ধানে কখনো ধানখেতে, কখনোবা লোকালয়ে হামলা করে। ফসল ও বসতবাড়ি রক্ষা করতে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন। আবার কেউ কেউ ধানখেতে জেনারেটর বা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে ক্ষুধার্ত হাতিগুলোকে নিভৃত করতে চেষ্টা করেন। এসময় বাইরে থেকে লোকজন বন্য হাতি দেখতে আসেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতি তাড়াতে যোগ দেন তারা এবং কখনো কখনো পাথর ছুড়ে মারেন। কিংবা দেশীয় কোনো অস্ত্র দিয়ে আঘাত করেন।
স্থানীয়রা জানান, উপজেলার দাওধারা কাটাবাড়ি পাহাড়ে নির্মাণাধীন নতুন পর্যটন এলাকার পাশে এমনই এক আঘাতপ্রাপ্ত বন্য হাতিকে দেখতে পান স্থানীয় অধিবাসীরা। এ বিষয়ে তারা বন বিভাগের লোকজনকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ও মেডিকেল টিমের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আঘাতপ্রাপ্ত ১০–১২ বছরের ওই মাদি বন্য হাতিকে চিকিৎসা দেন। প্রায় ৩–৪ মাস আগে বল্লমজাতীয় দেশীয় অস্ত্র দিয়ে ওই হাতিকে আঘাত করা হয়েছিল। ৩-৪ ইঞ্চি দৈর্ঘ্যের ওই আঘাতের গভীরতা প্রায় ৬ ইঞ্চির মতো
এসময় নালিতাবাড়ি প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, গাজীপুর সাফারি পার্কের ল্যাব টেকনিশিয়ান আতিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী টেকনিশিয়ান মোস্তফা কামাল, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমীন, মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চুড়া বনবিট কর্মকর্তা কাউছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিকেল টিমের প্রধান গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, আঘাতের কারণে হাতিটি অসুস্থ হয়ে পড়েছিল। তার দেহের মেজর কিছু টিস্যু ড্যামেজ হয়ে গেছে। আমরা আঘাতপ্রাপ্ত স্থান ড্রেসিং করে তার দেহে অ্যান্টিবায়োটিক দিয়েছি। বর্তমানে তাকে বনে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে।
মন্তব্য করুন