নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৯:০৯ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি করার পর ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি করার পর ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০১ মে) রাতে পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার ও গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু (৪৮) স্থানীয় পাগলা বাজারের আফসার করিমের ছোট ছেলে ও লোহা ব্যবসায়ী। তার শরীরে তিনটি গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম আহমেদ জানান, ‘রাতে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু পাশের এক দোকান থেকে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে তিনি প্রাইভেটকারে উঠতে গেলে দুজন যুবক মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ব্যবসায়ী পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। তখন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।’

গুলিবিদ্ধ ব্যবসায়ী নান্টুর আত্মীয় কিশোর আহমেদ জানান, ‘নান্টু লোহার ব্যবসা করে ও আফসার করিম প্লাজায় তার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে মালামাল বিক্রির টাকা তার প্রাইভেটকারে রেখে ফলের দোকান থেকে কেনাকাটা করছিল। এ সময় তাকে লক্ষ্য গুলি করে সন্ত্রাসীরা। ওনার শরীরে তিনটি গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করেছে। এ ঘটনায় ব্যবসায়ী নান্টু গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান কালবেলাকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে ঢামেকে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করেন নাহিদ

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল

গ্রোক চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লাখো তথ্য ফাঁস

১০

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল

১১

হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

১২

অজিদের বিপক্ষে প্রোটিয়াদের রেকর্ড সিরিজ জয়

১৩

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

১৪

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

১৫

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে : ডা. তাহের

১৬

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, মুখ খুললেন সাদিক কায়েম

১৭

নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

১৮

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

১৯

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

২০
X