ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

তুহিনের মুক্তির দাবিতে রংপুরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির 

শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

রোববার (৪ মে) সকালে নীলফামারীর ডিমলায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ডিমলা উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ডিমলা-শুটিবাড়ী মোড়ে অবস্থিত স্মৃতি অম্লানে এক সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, নাউতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু উৎপল কান্তি সিং, সদস্য সচিব জ্যোতি চন্দ্র রায়, জিয়া পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন ও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বৈরাচার আওয়ামী সরকারের রোষানলে পড়ে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন।

উপস্থিত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেতা তুহিনের মুক্তি নিশ্চিত করা হবে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে ইতোমধ্যে নীলফামারীসহ বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের লেলিহান শিখা জ্বলে উঠেছে এবং দাবি আদায় না হলে বৃহত্তর রংপুর বিভাগে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। প্রথমে কর ফাঁকির মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছুক্ষণ পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারকও তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের রাজনীতিতে আলোচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু করল চীন

উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত

নতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী

আমিরাত থেকে কফিনে ফিরলেন মনির

সোমবার দুপুরের মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত

এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ, আমদানির প্রয়োজন নেই

কোরবানির ঈদের তারিখ জানাল কুয়েত

রহস্যাবৃত্তেই আটকে আছে সেই ‘আয়নাঘর’, রিমান্ডে গ্রাম্য ডাক্তার

শিক্ষার্থীদের দাবি নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদল

১০

নর্দান ইউনিভার্সিটি ব্যবসায় অনুষদের ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

১২

কুয়েটে নতুন সংকট, ক্লাসে যাননি শিক্ষকরা

১৩

কুমিল্লায় বন্ধের পথে সরকারি হাসপাতালের আইসিইউ সেবা

১৪

ছাত্র-জনতার অসাধারণ ভূমিকার প্রতি স্যালুট : সালাউদ্দিন বাবু

১৫

বাংলাদেশিদের পুনরায় ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত

১৬

পাকিস্তানি নারীকে বিয়ে ভারতীয় জওয়ানের, অতঃপর…

১৭

বিশ্বকবির জন্মদিন উপলক্ষে জিন্নাহর গান

১৮

সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না, আমি এটা চাই না : তথ্য উপদেষ্টা

১৯

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও এবং তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

২০
X