খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সড়কের দুই পাশে আটকা পড়েছে যানবাহন।
রোববার (২৭ আগস্ট) ভোরে সড়কের ওপর পাহাড় ধসে পড়ে।
রাতভর বৃষ্টিতে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পাশে পাহাড় ধসে পড়ে। ফলে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেদাক মারমা বলেন, ‘অব্যাহত ভারী বর্ষণে ভোরের দিকে পাহাড়টিতে ধস নামে। পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে রাস্তা থেকে মাটি সরানোর কাজ চলছে।’
এদিকে অতি বৃষ্টিতে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ, এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেও পাহাড়ের কোল ঘেঁষে ঘর বানিয়ে অনেকে বসবাস করছেন।
মন্তব্য করুন