ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষক লীগ নেতা আবুল কাসেম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দেন তিনি। এতেও শেষ রক্ষা হয়নি আবুল কাসেম মুন্সীর।
সোমবার (৫ মে) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ আগে রোববার (৪ মে) রাতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাসেম মুন্সী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিপাশার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সভাপতি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রোববার উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। পাঁচ মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলেন পুলিশকে জানান আবুল কাসেম। তখন উপজেলার জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে কৃষক লীগ নেতার এমন দাবি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ।
উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, আগের সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে যারা অপকর্ম করেছে, তারা সেসব অপকর্ম ঢাকতে জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আবুল কাসেম আমাদের দলের কর্মী নন। তার জামায়াতে যোগদানের খবরটি ভুয়া।
নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কৃষক লীগ নেতার পরিচয় আড়াল করার জন্য আবুল কাসেম মিথ্যার আশ্রয় নেন। আজকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন